মারিয়াম ফ্রান্সিস কেরাহ। ১২ বছর বয়সেই ক্যাট উইন্সলেটের ছোট বোন হিসেবে Sense and Sensibility (1995) ছবিতে অভিনয় করেন। তার পর Paws (1997) এবং New Year's Day (2000) মুভিতে অভিনয় করেন। মারিয়াম ফ্রান্স ও আইরিশ বংশদ্ভুদ ব্রিটিস নাগরিক। মরিয়মের মতে, ৯/১১ এর আগে ও পরে তিনিও ইসলামে সম্পর্কে নেতিবাচক ধারনা পোষন করতেন। ৯/১১ এর পর ইসলাম বিদ্বেষি অরিয়ানা ফালাসির একটা বই পড়ে ইসলাম সম্পর্কে জানার জন্যে মরিয়ম রিচার্স করা শুরু করেন। অরিয়ানা ফালাসির বই পড়ে মরিয়ম দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্বের আগে ইউরোপে ইহুদীদের বিরুদ্বে যেসব প্রচার করা হতো, তাই এখন মুসলিমদের বিরুদ্বে করা হচ্ছে। ইসলাম নিয়ে প্রচুর রিচার্স করার পর ২০০৩ সালে তিনি ইসলাম ধর্মে কন্ভার্ট হন। মরিয়ম ক্যাম্ব্রিজ হতে বিএ, জর্জটাউন ইউনি হতে এম এ, এবং বর্তমানে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি সম্পন্ন হবার পথে। মরিয়ম বর্তমানে বিবাহিত, তার এক ছেলে ও এক মেয়ে আছে।
ভার্সিটির বিভিন্ন সেমিনারে প্রয়ই ইসলাম ও নারী নিয়ে মরিয়ম লেকচার দেন। ইসলাম নিয়ে ভালই জ্ঞান রপ্ত করেছে মরিয়ম। আপনারা হয়তো সবসময় ইসলামে নারীর অধিকার নিয়ে পুরুষ বক্তা ও লেখকদের লেখা দেখেন। কিন্তু মরিয়মের লেকচার গুলো ব্যতিক্রম ও ভিন্ন। সে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে ইসলাম নারীদের কি অধিকার দিয়েছে এবং মুসলিম পুরুষরা কি অধিকার দিচ্ছে। তার সবচেয়ে বেশী ভালো লাগে ইসলামের ব্যালেন্স সিস্টেমটা। ইসলাম কোথাও পুরুষদের একটু বেশী অধিকার দিয়েছে, কখনো নারীদের বেশী অধিকার দিয়েছে। মরিয়মের লেকচারগুলো খুবই দারুন ও ইন্টারেস্টিং!!
আগ্রহীরা দেখুন এখানে,
ইসলামে নারীর অধিকার নিয়ে প্রশ্ন উত্তর পর্ব,
মরিয়ম প্রাচ্যের অনেকগুলো দেশ ভ্রমন করেছন। মরক্কো হতে বাংলাদেশ পর্যন্ত। বিবিসির বিভিন্ন অনুষ্ঠানে ও মরিয়ম প্রায় অংশগ্রহন করেন। ইসলাম ও মুসলিমদের বিভিন্নভাবে ডিফেন্ড করেন।
যেমন, আমাদের কি ধর্মের প্রয়োজন একটা নৈতিক সমাজ গঠনের জন্যে?
ইস নিকাব(বুরকা) বেরিয়ার টু দ্যা জাস্টিস?
আন্তর্জাতিক নারী দিবসে হাফিংটনপোষ্ট ব্লগে একটা পোষ্ট করেন। সেখানে নারীদের অবস্হা বর্ননা করতে গিয়ে, ঢাকার রাস্তায় মশিনা নামে ৯ বছরের মেয়ের কথা বলেন। যাকে তার মা গরিবত্বের জন্যে পতিতাবৃত্তে নামিয়ে দিয়েছে। এক সপ্তাহ আগে তাকে রাস্তা হতে এক ব্যাক্তি তুলে নিয়ে ধর্ষন করার চেষ্টা চালায়। মশিনার আর্তনাদে কিছু স্হানীয় এগিয়ে আসলে মশিনা এবারের মতো বেচেঁ যায়। রাস্তার শিশুদের নিয়ে স্কুল, যেখানে মশিনাও আসতো মাঝে মাঝে মানুষ! হওয়ার জন্যে। সেখানে এক ভলেন্টিয়ার মরিয়মকে বলেছে, মেয়ে শিশু গুলো বেশীরভাগ সময়েই হাওয়া হয়ে যায়। কাউকে আর কখনোই দেখা যায় না।
বাংলাদেশের এতিম শিশুদের সাহায্যের জন্যে তার একটা সংগঠন আছে সেইভ এন অরপেন নামে। বাংলাদেশের কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় এতিমখানায় তাদের সংস্হা সাহায্য করে। এতিম খানার শিশুদের সাথে মরিয়ম।
বাংলাদেশে তার ভ্রমন ও এতিমখানার শিশুদের নিয়ে বানানো ছোট্ট ডকুমেন্টরী দেখুন এখানে,
(কেউ সাহায্য করতে চাইলে সেইভএনঅরপেন ডট অর্গে গিয়ে সাহায্য করতে পারেন)
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১২ বিকাল ৩:৫৫