আমার দেয়া যত মুভির রিভিউ পোস্ট (ডাউনলোড লিঙ্ক সহ )
1. 12 Angry Men (1957) :
তথ্য জানতে
ডাউনলোড লিঙ্ক :
মিডিয়াফায়ার লিঙ্ক (৩০০ এমবি )
স্টেজভু লিঙ্ক
টরেন্ট লিঙ্ক
এক খুনের মামলা , কম বয়সের এক ছেলে হল আসামী । তার বিরুদ্ধে আনিত অভিযোগ সে তার বাবাকে খুন করেছে । সাক্ষী প্রমান সব দেয়া হল , এখন সব কিছু নির্ভর ১২ জুন জুরির সিদ্ধান্তের উপর । সবাই এক রুমে বসল সিদ্ধান্ত নেয়ার জন্য । সবাই মতামত দিল ছেলেটি খুনি , কারন সাক্ষী প্রমান তাই বলে । কিন্তু একজন (Henry Fonda) শুধু মাত্র তাদের সাথে একমত হলনা । শুরু হল ১১ জনের সাথে ১ জনের তর্ক ।
মুভিটি এক কথায় অসাধারন । একে তো সাদাকালো , তার উপর একটি মাত্র রুমের মধ্যে ১২ জন অভিনেতাকে নিয়ে পুরো মুভিটি তৈরী , তাই প্রথমে আগ্রহ পাইনি , কিন্তু শুরু করার পর শেষ না করে উঠতে পারিনি । আই এম ডি বি র্যাঙ্কিং এ এটি ৮ নাম্বার আছে । মুভিটি সময় করে দেখে নেবেন অবশ্যই ।
2. The Bicycle Thief (1948) :
তথ্য জানতে
ডাউনলোড লিঙ্ক :
মিডিয়াফায়ার লিঙ্ক
টরেন্ট লিঙ্ক
এন্টনি রিচ্চি ( ল্যাম্বার্তো মাজিওরানি ) বহু কস্ট করে এক চাকরী জোগাতে পারল । কিন্তু চাকরীর একমাত্র শর্ত , সাইকেল থাকা লাগবে । বেচারা পড়ে গেল মহা চিন্তায় । নিজের সংসার চালাতে পারে না টাকার অভাবে , সাইকেল কিনবে কি দিয়ে । তার স্ত্রীকে সব কিছু বলার পর , তার স্ত্রী ঘরের জিনিস পত্র বেচে টাকা জোগাড় করে দিল । সেই টাকায় এন্টনি কিনে আনল সাইকেল । শুরু হল নতুন চাকরী ।কিন্তু ভাল আর কয়দিন কপালে সয় , কয়েকদিন পর চুরি গেল তার সাইকেল । শুরু করল সাইকেল খোঁজা । খুঁজে কি আর পাওয়া যায় । এদিকে সাইকেল না আনতে পারলে চাকরী চলে যাবে । তাই এমন মুহুর্তে এন্টনি নিল এক সিদ্ধান্ত ( সেটা ছবি দেখলেই জানতে পারবেন )। সাইকেল তাকে পেতেই হবে ।
মুভিটি দেখার পর টানা এক সপ্তাহ মন খারাপ ছিল ।জীবনটাই এমন, কি আর করা ।এমন মন খারাপ করা মুভি এমি আর একটাই দেখেছি , লাইফ ইস বিউটিফুল এবং এই দুইটা মুভিই ইতালিয়ান ।
(এই মুভিটার ল্যাঙ্গুয়িজ সম্ভবত ইতালিক । সবাইকে এই লিঙ্ক থেকে বা গুগল সার্চ দিয়ে সাবটাইটেল নামানোর অনুরোধ করছি )
3. On The Waterfront (1958):
তথ্য জানতে
ডাউনলোড লিঙ্ক
স্টেজভু লিঙ্ক
টরেন্ট লিঙ্ক
টেরি ম্যালয় ( মারলিন ব্রান্ডো ) ভাইয়ের অনুরোধে এক লোককে বাসা থেকে ডেকে আনল । এর পর সেই লোককে তার ভাইয়ের বস ছাদ থেকে ফেলে খুন করে ফেলল । ব্যাস কাহীনি শুরু এখান থেকে । সবাই জানে কে খুন করেছে , কিন্তু কেউ স্বীকার করতে রাজী না । শুধু এক পাদ্রী আর সেই লোকের বোন চেস্টা চালিয়ে যেতে লাগল খুনিকে তা বের করার জন্য । তারা শুধু জানতে পারল টেরি খুনির নাম জানে । এদিকে টেরি পড়ল বিপদে , একদিকে যদিও না জেনে খুনে সাহায্য করেছে তবুও তার দায় তো আছে , অন্যদিকে তার ভাই সেই দলের সাথে ছিল সুতরাং নাম বললে তার ভাইও অভিযুক্ত হয় ।
মুভিটা ভাল লাগবে অবশ্যই । যারা গডফাদার দেখেছেন তাদের তো মারলিন ব্রান্ডো সম্পর্কে বলতে হবে না , আর যারা দেখেননি তারা এই মুভি থেকে তার পরিচয় পাবেন । ( এই মুভিটা নকল করে হিন্দিতে একটা মুভি বের হয়েছে , আমির খান অভিনিত মুভিটির নাম গোলাম ) ।
পরিশেষে সবাইকে ঈদ মুবারক । ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:২৩