1. A Walk To Remember (2002) :
তথ্য জানতে
ডাউনলোড লিঙ্ক :
স্টেজভু লিঙ্ক
টরেন্ট লিঙ্ক
জিমি সালিভান ( ম্যন্ডি মুর ) ক্লাসের সবার চেয়ে ব্যাতিক্রম । খুব পুরানো ধরনের । তাই ক্লাসের অন্য ছেলেরা তাকে অপছন্দ করে , শুধু তাই নয় তাকে নিয়ে মজা করতেও ছাড়ে না । ল্যান্ডন ও (শেইন ওয়েস্ট ) তাদের একজন । অন্য এক অপরাধে ল্যান্ডনকে শাস্তি সরুপ নাটক করতে বলা হয় । আর এই নাটক করতে গিয়েই ল্যান্ডন জিমির সাথে মিশে যায় , নিজের অজান্তে ভালবেসে ফেলে জিমিকে । যেই জিমিকে এতদিন পছন্দ করত না তাকে এখন ল্যান্ডন মনে প্রানে চায় । কিন্তু নিয়তির পরিহাস , কাছে পেয়েও হারাতে হয় জিমিকে ।
ছবিটা দেখে অসাধারন লেগেছিল । মাঝে মাঝে ল্যান্ডনের স্থানে নিজেকে ভাবতে শুরু করে দিয়েছিলাম । চোখের পানি বের করে আনার মত একটি ছবি ।
2. 50 First Dates (2004) :
তথ্য জানতে
ডাউনলোড লিঙ্ক
স্টেজভু লিঙ্ক
টরেন্ট লিঙ্ক
লাকির ( ড্রেউ বেরিমোর ) সাথে দেখা হবার আগে হেনরি রথ ( এডাম স্যান্ডলার ) প্রেমের ব্যাপারে সিরিয়াস ছিল না । কিন্তু লাকিকে দেখে এক দেখায় প্রেমে পড়ে গেল । বেশ পরিশ্রম করে পটিয়ে আনল , ঠিক করল পরেরদিন দেখা আবার হবে । কিন্তু পরেরদিন লাকি আসল ঠিকই কিন্তু হেনরিকে চিনতে পারছে না । হেনরি পড়ল বিপদে । পরে খোঁজ নিয়ে জানতে পারল লাকির স্মৃতিশক্তি সীমিত । এক এক্সিডেন্টের পরে আগের দিনের কথা পরের দিন মনে রাখতে পারে না । কি আর করা , প্রতিদিন এখন হেনরিকে বিভিন্ন কায়দায় লাকির কাছে প্রেম নিবেদন করতে হয় , এবং লাকি পরের দিন তা সব ভুলে যায় ।
এডাম স্যান্ডলারের এই একটা মুভিই আমার চরম লাগছে । মুভিটা শুধু রোমান্টিকই না বেশ মজার । সময় করে দেখবেন অবশ্যই ।
3. A Walk In The Cloud (1995) :
তথ্য জানতে
ডাউনলোড লিঙ্ক
টরেন্ট লিঙ্ক
স্টেজভু লিঙ্ক
ছবিটার কাহিনীটা লিখলে তত মজা পাবেন না তাই লিখলাম না । তবে দেখে মজা পাবেন তার ১০০% গ্যারান্টি দিচ্ছি । ছবিটির কাহিনী গড়ে উঠেছে ২য় বিশ্ব যুদ্ধ থেকে ফেরত এক সৈনিককে নিয়ে । ম্যাট্রিক্স খ্যাত নায়ক কেনু রিভস এর অভিনয় আসাধারন লাগবে । ছবিটাতে অনেকটা নস্ট্রালজিক নস্ট্রালজিক ভাব আছে । সময় করে দেখে নেবেন অবশ্যই । [এই ছবিটা নকল করে ইন্ডিয়াতে একটা কমেডি ছবি হয়েছিল ( ইন্ডিয়ান ছবি পছন্দ না করার এই একটা কারন ) ছবিটার নাম আপাতত বলতে পারছিনা তবে গোবিন্দ ছিল নায়ক ]
4. Dear John (2010) :
তথ্য জানতে
ডাউনলোড লিঙ্ক
স্টেজভু লিঙ্ক
টরেন্ট লিঙ্ক
মিডিয়াফায়ার লিঙ্ক
ছুটিতে এসে সাভানাহ ( আমান্ডা সেইফ্রেইড ) এর সাথে পরিচয় হয় সৈনিক জন টাইরীর ( চানিং টাটুম ) । পরিচয় আস্তে আস্তে গড়িয়ে আসে প্রেমের দিকে । এর পর জনকে চলে যেতে হয় ইরাক যুদ্ধে । বেশ কিছুদিন তাদের মাঝে চিঠির যোগাযোগ হয় , ফোনেও কথা হয় , হটাৎ একদিন সাভানাহ ফোন করে তাকে কোন যোগাযোগ করতে মানা করে । এমন আকস্মিক ঘটনায় হতবাক হয়ে যায় জন । বাড়ি এসে জানতে পারে সাভানাহ বিয়ে করে ফেলেছে অন্য একজনকে । দুঃখে ছুটি বাতিল করে , আবার যুদ্ধে চলে যায় জন । ৭ বছর পর জানতে পারে সব ঘটনা । আবার ফিরে আসতে হয় প্রেমিকার কাছে ।