তথ্য জানতে ,
http://www.imdb.com/title/tt1130884/
ডাউনলোড লিঙ্ক :
মিডিয়াফায়ার লিঙ্ক
টরেন্ট লিঙ্ক
স্টেজভু লিঙ্ক
Teddy Daniels ( লিওনার্দ ডি ক্যাপ্রিয় ) একজন ইউ. এস. মার্শাল । সাটার আইলান্ড নামক একটি দীপে গেলেন একজন পাগল মহিলা হারানোর তদন্ত করতে । এই দীপে কোন জনবসতি নেই শুধু আছে একটি পাগলা গারদ । কিন্তু দীপে যাওয়ার পরে ঘটতে লাগল রহস্যজনক সব ঘটনা , সঙ্গী চাক' (মার্ক রাফেলো ) হটাৎ করে নিখোঁজ হয়ে গেল । তাকে সবসময় রাখা হয় কড়া নজরদারির মধ্যে ।
আস্তে আস্তে তিনি বুঝতে পারলেন সব কিছুই ছিল তাকে পাগল বানানোর এক ষড়যন্ত্র । সব রহস্যের সমাধান পাওয়া যাবে দীপের শেষ মাথার বাতিঘরে গেলে । পালিয়ে গেলেন সেখানে , তারপর............
যে ছবিতে লিওনার্দ ডি ক্যাপ্রিয় আছেন সেটাকে আর আলাদা করে ভাল বলতে হয়না , তার ছবি মানেই আসাধারন ছবি । ছবিটার কাহিনী এমন ভাবে তৈরী যাতে দর্শক মানসিক চাপের মধ্যে থাকে, অবশ্যই আপনাদের ভাল লাগবে ।
2. The Silence Of The Lambs (1991) :
তথ্য জানতে,
http://www.imdb.com/title/tt0102926/
ডাউনলোড লিঙ্ক,
স্টেজভু লিঙ্ক
টরেন্ট লিঙ্ক
আমার দেখা Anthony Hopkins এর সেরা মুভি এটি ।
এফ. বি. আই. এজেন্ট ক্ল্যারিস স্টারলিং ( Jodie Foster ) এর প্রথম তদন্ত এসে পড়ল এক সাইকো ডাক্তার হানিবল রেক্টার ( Anthony Hopkins ) কে জেরা করা । বাফেলো বিল নামের আরেক সাইকো একটার পর একটা খুন করেই যাচ্ছে, কিন্তু কোন হদিসই পাচ্ছেনা পুলিশ । তাদের আশা হানিবল রেক্টার যদি কিছু তথ্য দেন তবেই তাকে হয়তো ধরা সম্ভব । স্টারলিং এসে পড়লেন এক বিশাল ঝামেলার মধ্যে ।এরপর একদিকে জেল থেকে পালালেন রেক্টার, অন্যদিকে বাফেলো বিল আরেকজনকে ধরে নিয়ে গেলেন তার বিকৃত রুচির সাধন করতে । বাফেলো বিলকে নাহয় ধরতে পারলেন কিন্তু হানিবল রেক্টার ???
৫ টি অস্কার পাওয়া ছবিটি থমাস হ্যারিস এর উপন্যাস অবলম্বনে তৈরী ।
জুডি ফোস্টার আর এনথনি হোপকিন্স দুইজনই এই ছবিতে অস্কার পান ।
না দেখে থাকলে দ্রুত দেখে ফেলুন ।
3. The Day After Tomorrow ( 2004 ) :
তথ্য জানতে,
http://www.imdb.com/title/tt0319262/
ডাউনলোড লিঙ্কস ,
টরেন্ট লিঙ্ক
স্টেজভু লিঙ্ক
জ্যাক হল (Dennis Quaid) একজন পরিবেশ বিজ্ঞানী এক সম্মেলনে পুর্বাভাস দিলেন পৃথিবীতে যেকোন সময় বরফ যুগ আসতে পারে । কিন্তু কেউ তার কথা কানে তুললো না । এদিকে সময় যখন পার হয়ে গেল তখন সবার হুস হল । কিন্তু ততক্ষনে অনেক দেরি হয়ে গেছে , নিউ ইয়র্ক সহ অনেক বড় বড় শহর পানির তলে তলিয়ে গেল । এর পর আসছে প্রচন্ড বরফ ঝড় । পানির তলে যাওয়ার পরেও যেসব মানুষ বেঁচে গেছে বরফ ঝড়ের পর তাদের ও বাঁচানো সম্ভব হবে না । এদিকে জ্যাক হলের ছেলে স্যাম হল এক প্রতিযোগিতায় নিউ ইয়র্ক গিয়ে আটকা পড়ল পানির মধ্যে । জ্যাক হল নামলেন এক অভিযানে , যে করেই হোক ছেলেকে উদ্ধার করতে হবে ।
ছবিটি দেখার সময় বরফ ঝড় দেখে আমি গরমের দিনে শীতে কাপাকাপি শুরু করে দিলাম । ছবিটির মেকিং অসাধারন । সকলের ভাল লাগবে অবশ্যই ।
আমার দেয়া যত মুভির রিভিউ পোস্ট একত্রে ( ডাউনলোড লিঙ্ক সহ )