ডাউনলোড লিঙ্ক,
টরেন্ট লিঙ্ক
স্টেজভু লিঙ্ক
মিডিয়াফায়ার লিঙ্ক
স্ত্রী হত্যার দায়ে যাবৎজীবন কারাদন্ডের আদেশ দেয়া হল এন্ডি ডূফ্রেনকে (Tim Robbins ) । জেলখানায় এসে তার পরিচয় এবং বন্ধু্ত্ব হল রেড (Morgan Freeman ) এর সাথে । অল্প দিনেই তিনি সবার মাঝে স্থান দখল করে নিলেন , নিজের মেধা দিয়ে । ব্যাঙ্কার ছিলেন , তাই এমনকি জেলার পর্যন্ত কর সঙ্ক্রান্ত সাহায্যের জন্য তার কাছে আসে । এদিকে নতুন এক কয়েদির মাধ্যমে অনেক বছর পর তিনি জানতে পারেন তিনি নির্দোশ ছিলেন । কিন্তু জেলার তাকে কোন ভাবে ছাড়তে দিতে রাজি নন । তখন তার একটাই কাজ, জেল থেকে পালানো ।
বিশ্ববিখ্যাত লেখক স্টেফেন কিং এর লেখা উপন্যাস থেকে তৈরী ছবিটি কাহীনি এবং মেকিং ,আর সাথে মরগ্যান ফ্রিম্যান আর টিম রবিনের অসাধারন অভিনয় আপনাকে মুগ্ধ করবে । বিখ্যাত মুভি র্যাঙ্কিং সাইট IMDB'র সেরা ২৫০ মুভির ১ নম্বরে (তথ্য জানতে ) । ছবিটি যারা দেখেননি তারা অবশ্যই দ্রুত দেখে ফেলুন ।
2. The Dark Knight (2008) :
ডাউনলোড লিঙ্ক,
টরেন্ট লিঙ্ক
মিডিয়া ফায়ার লিঙ্ক
স্টেজভু লিঙ্ক
গোথাম শহরের ইতিহাসে সবচেয়ে সেরা ক্রিমিনাল জোকার ( Heath Ledger ) । যে কিনা টাকার জন্য অপরাধ করে না , করে নিজের আনন্দের জন্য । তার অপরাধের পদ্ধতিও সবার চেয়ে আলাদা । প্রথমে মানুষকে মনের দিক থেকে দুর্বল করে দেয় , তারপর হয় তাকে হত্যা করে বা তাকেই অপরাধ করিয়ে নেয় । তাকে ঠেকানো ব্যাটম্যানের ( Christian Bale ) কাছে শক্তির দিক দিয়ে হয়তো কোন ব্যাপার না কিন্তু বুদ্ধির দিক দিয়ে তা প্রায় অসম্ভব । এমনকি ব্যাটম্যানের সবচেয়ে প্রিয় লোকদের একজন হারভি ড্যান্টকে অপরাধী বানিয়ে ছাড়ল এই জোকার ।
আমার দেখা সবচেয়ে থ্রিল মুভি এটি । ব্যাটম্যানের এই ছবিটি কমিক্স বা অন্যান্য ছবির চেয়ে ও অনেক বেশি কিছু । যতটুকু আগ্রহ নিয়ে ছবিটি দেখতে বসেছিলাম তারচেয়ে লক্ষ গুন বেশি আগ্রহ নিয়ে শেষ করেছি । বিশেষ করে ছবিটির থিম অসাধারন আর সাথে জোকার চরিত্রে অভিনয়ে অস্কার পাওয়া হিথ লেজার ( এই ছবিটিতে অভিনয়ের পর মারা যান ) ছবির মান আরো বৃদ্ধি করেছে । আর সাথে মরগান ফ্রীম্যান আর পরিচালনায় ক্রিস্টফার নোলান তো আছেই । সেরা ছবি না যায় কোথায় ।
3. Forrest Gump (1994) :
ডাউনলোড লিঙ্ক,
টরেন্ট লিঙ্ক
টেজভু লিঙ্ক
মিডিয়াফায়ার লিঙ্ক
আমার অন্যতম প্রিয় অসাধারন অভিনেতা টম হ্যাঙ্কস এর সেরা মুভি ফরেস্ট গাম্প । ফরেস্ট গাম্প ( টম হ্যাঙ্কস ) একজন বুদ্ধি প্রতিবন্ধী । যার জীবনটাই একটা দৌড়ের মত গতিশীল । যাকেই বন্ধু বানানোর চেস্টা করেছে সেই দূরে সরে যায় , কিন্তু সেই দুরত্ব যেন অনেক কাছে এনে দেয় তাদেরকে । ভিয়েতনামের যুদ্ধ ফরেস্ট গাম্পের জীবনে অনেক পরিবর্তন আনে , কিছু বন্ধু হারান আবার কিছু বন্ধু তৈরী হয় । আর তার মাথার উপর সব সময় ছায়া হয়ে থাকে তার মা ।
ছবিটি যতক্ষন দেখেছি ততই মুগ্ধ হয়েছি । টম হ্যাঙ্কস তার সবচেয়ে সেরা অভিনয় করেছেন এই ছবিতে ( আমার মতে ) । ছয়টি অস্কার পাওয়া এই মুভিটি আপনাদের অবশ্যই ভাল লাগবে ।
আগের পোস্টটি দেখতে
আমার পছন্দের সেরা কিছু মুভি............ (পর্ব-১ )
আমার দেয়া যত মুভির রিভিউ পোস্ট ( ডাউনলোড লিঙ্ক সহ )
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১০:১৬