টরেন্ট লিঙ্ক
স্টেজভু লিঙ্ক ডিইরেক্ট লিঙ্ক
Chirs Mccandless, বাবা মায়ের অনাকাংক্ষিত ঝগড়া যাকে সারাক্ষন কস্ট দেয় , গ্র্যাজুয়েশন শেষ করার পর ঘর থেকে বেরিয়ে পড়লেন আজানার উদ্দ্যেশ্যে ।
আশা করলেন হয়তো তার অভাবে বাবা মা নিজেদের ভুল বুঝতে পারবে এবং জগড়া বন্ধ করে দেবে , আর তার নিজেরও আলাস্কার জঙ্গলে যাবার অভিযান সফল হবে । একমাত্র বোন এবং বাবা মাকে ছেড়ে শুরু হল তার অভিযানের জীবন । অনেক মানুষের সাথে পরিচয় হল তার , অনেক কিছু শিখল । একদিন জংগলে অনেক গভীরে আবিস্কার করল একটি পুরান ভ্যান । শুরু করল তার বন্য জীবন । কিন্তু ফেরার ইচ্ছা থাকলেও আর ফেরা হল না তার । প্রচন্ড শীত আর খাবারের অভাবে মৃত প্রায় অবস্থায় ভুল করে খেয়ে ফেলল বিষাক্ত ফল । আর তার বাবা মার বুক খালি করে হারিয়ে গেল জীবনের তরে ।
ছবিটি সত্যিকার কাহীনির উপর নির্ভর করে তৈরী করা ।উপরের ছবিটি আসল Chirs Mccandless এর যিনি মারা গিয়েছিলেন ১৯৯২ সালে । সময় করে অবশ্যই দেখবে ।
২. A Beautiful Mind [2001]:
টরেন্ট ডাউনলোড লিঙ্ক
মিডিয়াফায়ার লিঙ্ক
Russell Crowe এর ছবি মানে চোখ বন্ধ করে দেখবেন , এবং এই ছবিটা তার সব ছবির মদ্ধে আমার কাছে সেরা মনে হয় ।
Russell crowe এই ছবিতে একজ অঙ্কবিদ । মজার ব্যাপার তিনি কয়েক জন মানুষকে দেখতে পান, তাদের সাথে কথা বলেন কিন্তু তিনি জানেন না এরা বাস্তবে নেই , শুধু তার মস্তিষ্কের কল্পনা মাত্র । একসময় এরাই তাকে প্রলুব্ধ করে তার স্ত্রী ও বাচ্চাকে মেরে ফেলতে ।
এদিকে তাকে তার স্ত্রী চায় পাগলা গারদে রেখে আসতে । শুধু তার আনুরোধে তা আর হয় না । এবং শেষ পর্যন্ত তিনি সেই অনুরোধ রাখতে পারেন । আর জিতে নেন নবেল প্রাইজ সেই সাথে জিতে নেন তার মনের তৈরী সেই মানুষের ছায়াগুলোকে.........।
ছবিটার জন্য Russell Crowe অস্কার পেয়েছিলেন সেরা অভিনেতা হিসাবে । ছবিটি সবার অবশ্যই ভাল লাগবে............।
সবাইকে ধন্যবাদ......।
সকল মুভি সম্পর্কিত পোস্ট একত্রে
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩১