আমি অনেক দিন ধরেই অনলাইন পত্রিকার সঙ্গে জড়িত। আগে সাংবাদিকরা নিজেদের ঢোল নিজেরা পেটাতো না। অর্থাৎ এ ধরণের সংবাদ আগের দিনের পত্রিকাতে দেখা যেত না। এখন দিন পাল্টে গেছে। তাই আমরা নিজেদের ঢোল নিজেরাই পেটাই। কেউ শুনলে শুনবে, না শুনলে সমস্যা নাই। অনলাইন পত্রিকাগুলোতে এখন মিডিয়া পাতাটা বেশ জনপ্রিয়। কে কোথায় জয়েন করলো, মিডিয়ার কোথায় কি হচ্ছে, এসব খবর এখন অনলাইনে পাওয়া যায়। আমি এই অনলাইনটিতে জয়েন করেছি ২০ দিন হয়ে গেছে। হয়তো অনেকেই বলবেন এই নিউজটি এখন কেন প্রকাশ করা হলো। এর কৈফিয়ত হচ্ছে আমাদের পোর্টালটিতে গণমাধ্যম ক্যাটাগরিটা এতদিন ঠিক ছিল না। গতকাল এই ক্যাটাগরিটা ঠিক হওয়ার পরেই নিউজটা দেয়া হলো। যেহেতু আমি দীর্ঘ ৬ বছরেরও বেশি সময় ধরে এই ব্লগের একজন সদস্য, সেজন্য ব্লগের পাঠকদের জন্য আমার ওই নিউজটি তুলে ধরলাম। আপনারা কিছু মনে করবেন না। আমাদের সাইটটিতে প্রবেশ করে জানাবেন কোথায় কোথায় ভুল আছে। যেহেতু আমি দায়িত্ব নিয়েছি, তাই আপনাদের পরামর্শ মতো সাইটটি ঠিক করা হবে। সবাই ভাল থাকুন।
বিবার্তায় যোগদান করলেন মহসিন হোসেন
অনলাইন নিউজ পোর্টাল বিবার্তা২৪বিডি.কম- (http://www.bbarta24bd.com) এ চিফ রিপোর্টার পদে যোগদান করেছেন সাংবাদিক মো. মহসিন হোসেন। গত ২৭ জুলাই তিনি এই পদে যোগদান করেন।
মহসিন হোসেন দীর্ঘদিন রিপোর্টিং পেশায় নিয়োজিত। তিনি এর আগে সিনিয়র সাংবাদিক সৈয়দ মেজবাহ উদ্দিন সম্পাদিত প্রাইমখবর.কম ও সরদার ফরিদ আহমদ এর বার্তা২৪.নেট এ চিফ রিপোর্টারের দায়িত্ব পালন করেছেন। এছাড়া দৈনিক ভোরের ডাক, শেয়ার বিজ কড়চা, দৈনিক আজকালের খবর, দিনের শেষে, দি এডিটর ডটনেটে স্টাফ রিপোর্টার পদে কাজ করেছেন।
মহসিন হোসেন তেজগাঁও কলেজ থেকে স্নাতক ও বাংলাদেশ প্রেস ইনস্টিটউট থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা পাশ করেছেন। তিনি পিআইবি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত সাংবাদিকতায় বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেন।
তিনি পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও ঢাকাস্থ বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির কার্যভনির্বাহী সদস্য।
মহসিন হোসেন ১৯৯৪ সালে পবিত্র হজ পালন করেন। এছাড়া ১৯৯৭ সালে ওমরা পালন করেন।
ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জনক। তার দুই ছেলে আবদুল্লাহ ফাহাদ (১২) ও সাইফুল্লাহ সিফাত (১০) রয়েছে। তার স্ত্রী শারমিন জাহান গৃহিনী।
মহসিন হোসেন ১৯৭১ সালের ২০ জুলাই পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের ঐতিহ্যবাহী জমাদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিন ভাই দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। তার পিতা মৃত আবদুল আজিজ জমাদার ও মাতা মৃত রিজিয়া বেগম।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৯