তোমার রাগের কাছে মাথা নত করে সম্রাট অশোক!
তোমার ঠোঁটের কাছে মুখ লুকায় হাজার হাজার প্রেমিক
আমি তাদের দলের পেছনের সারিতে পরে থাকা এক দুর্বল বালক।
যদি আমায় তুলে না ধরো, যদি না দাও এক ফোটা চুমু মাখা জল,
তবে ঢলে পরবো
নিশ্চিত মৃত্যুর কোলে ঢলে পরবো!
তাই মুখ তুলে ধরো মুখের কাছে
জলজ ঠোঁটের প্লাবনে ভাসাও মরু-চরাচর...
যদি বিশ্বাস না হয়,
প্রশ্ন করতে পারো রবীন্দ্রনাথকে,
জিজ্ঞেস করে দেখো আইন্সটাইনকে,
তারা সবাই ছিল তোমার প্রেমিক;
তারা জানে কতটা পথ পেরোতে হয়;
তারা জানে কতটা সাগর পেরোতে হয়,
শুধু তোমার ঠোঁটের দুরুত্ত্ব ঘোচাতে!
তুমি নিঃশব্দ থেকে পথের দূরত্ব বাড়িওনা...