পালিয়ে যাচ্ছে গোল্লাছুট
পালিয়ে যাচ্ছে গোল্লাছুট, দাঁড়িয়াবাঁধার দল,
কোথায় যাচ্ছে বায়োস্কোপ, আমায় তোরা বল।
স্কুলের মাঠে দুপুর বেলা বৃষ্টিতে ফুটবল,
নদীর ঘাটে কাঁঠাল ভেঙ্গে খাওয়ার দঙ্গল।
কালিবাড়ীর মেলায় গিয়ে মুড়ী-মুড়কী খাওয়া,
গাঙ্গের জলে ডূবসাঁতারে এপার-ওপার যাওয়া।
চাঁদ রাতের হল্লাটা আজ কোন দেশে পালালো?
নতুন জুতার গন্ধ ছিল ফুলের চেয়েও ভালো!
পালিয়ে গেলো পালিয়ে গেলো রাতের কলরব
পালিয়ে গেলো হারিয়ে গেলো আমার শৈশব
চলে যাচ্ছে শর্মিলী’দি, চলে যাচ্ছো কেন?
থানার ঘাটে স্নানের বেলা আমায় ডেকো যেন।
আঁড় চোখের বিন্দু সাহা! সাহস ছিল কম,
দূর্গাপুজায় তোমার বাড়ী হয় কি সরগরম?
ডাব গাছের চূঁড়ায় উঠে ভরা জ্যোৎস্না রাতে
মনির, মুরাদ, ইকবাল ভাই, পাড়া একসাথে!
অপাপবিদ্ধ চুরির সেই মহা পুর্ণিমা
পালিয়ে যায় কোন পলকে খবর রাখিনা।
পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে রাতের কলরব
পালিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আমার শৈশব!
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৬