আমি খুব বেশি গোছিয়ে লিখতে পারি না। তবুও লিখি। যাই হোক কলেবর না বাড়িয়ে সাম্প্রতিক আলোচিত মোসাদ ইস্যু নিয়ে আমার বিশ্লেষণ তুলে ধরি। সাম্প্রতিককালে আওয়ামীলীগের বক্তব্য এবং বিবৃত্তি শোনলে একটি দিক পানির মতো পরিষ্কার তা হলো আওয়ামীলীগের মুসলিম বান্ধব প্রমাণের চেষ্ঠা। কি এমন কারণ এর পেছনে?
অতি সম্প্রতি হয়ে গেল ইসলামিক দেশগুলোর সম্মেলন। যেখানে আমাদের মাননীয় অবৈধ প্রধানমন্ত্রী দাদাদের কথায় যাননি। এই কারণে মুসলিম বিশ্ব আওয়ামীলীগের উপর ক্ষেপেছেন। সবাই ব্যাপারটিকে খুব গুরুত্বের সাথে বিবেচনায় নিয়েছেন এবং সেই অনুসারে আওয়ামীলীগের উপর চাপ দিয়ে যাচ্ছেন। অন্যদিকে পশ্চিমা বিশ্ব তো আছেই।
এই জন্যে দেশে এবং বিদেশে নিজেদের মুসলিম বান্ধব প্রমাণের জন্যে আওয়ামীলীগ আঁট-ঘাট বেঁধে নেমেছে। যাতে দেশের ভেতর এবং বাহিরে তাদের উপর মুসলিম মনাদের সমর্থন থাকে। কিন্তু জনগণ তা নেয়নি। এখন আওয়ামীলীগের ইস্যু ব্যর্থতা একটি সাধারণ ইস্যু হয়ে গেছে। এমন কি নারায়ণগঞ্জের শিক্ষকের কানে ধরে উঠ-বস করানোও আওয়ামীলীগের মুসলিমপন্থী প্রমাণের একটি পরিকল্পিত ইস্যু। আওয়ামীলীগের ধারণা বিশ্ব এবং দেশের জনগণ যদি একবার তাদের এরশাদের মতো ইসলামপন্থী মেনে নেয় তবেই হলো। কিল্লা ফতে।
তাই প্রথম আলো ফরমায়েশি নিউজ করে মোসাদ ইস্যুতে আবার বি,এন,পি চাপে। মূলত বি,এন,পি এখন চাপে নেই। আওয়ামীলীগ এখন রাজনৈতিকভাবে চূড়ান্ত দেউলিয়া হয়ে গেছে। যেকোন সময় জনগণ এদের বিরোদ্ধে ফুলে-ফোসে উঠতে পারে। আসলাম চৌধুরীদের চিন্তার কিছু নেই,চিন্তার কিছু নেই জনগণের। তাদের চূড়ান্ত বিজয় সামনে। সে বিজয় গণতন্ত্রের বিজয়। অনেকে বলবেন বি,এন,পিতে বিশ্বাস নেই। এখানে বিশ্বাস আর অবিশ্বাসের প্রশ্ন নয় , প্রশ্ন হলো পরিবর্তনের। পরিবর্তন হলে পরিবর্তন আসবে।
বাঘের লেঞ্জা দিয়ে কান খোঁচানোর খায়েশ সবার, কিন্তু লেঞ্জাটি বাঘের। ধর্ম এবং মোসাদ ইস্যু খুব অশুভ দুটি ইস্যু। এটি বাড়াবাড়ি খুব খারাপ। এখন আওয়ামীলীগের বাম দরকার নেই, কারণ তাদের জনসমর্থন শূণ্যের কোঠায়। আবার তাদের লেখনী ক্ষমতায়ও টানা আছে টুঁটি। এখন মুসলিম দরকার আর ভারত। তবে বাংলাদেশ কই? দেশের কি হবে? এটি সকল দেশপ্রেমিক মানুষের ভাবেই হবে। মোসাদ মোসাদ করে আজরাইলকে বাড়ি চেনানো কতটা ভালো হচ্ছে?
এই লিখায় আমার দলীয় দূর্বলতা প্রকাশ পেয়ে থাকে পারে। সে দায় আমার। আপনারা আপনাদের বিচার বুদ্ধি ব্যবহার করুন। আসুন বাম নয় ডান নয় দেশ বরাবর হাঁটি।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ রাত ২:৫৫