বন্ধুদের নিয়ে একটি যুগল প্রেম নিবেদন করেছে। পদ্ধতিটি হয়তো নৈতিক হয়নি। তাই সাজাও হয়েছে। ভবিষ্যতের স্বার্থে ভালো হয়েছে। সাধুবাদ। সাজা মাফ হয়েছে ৯জনের যুগলের হয়নি। মানে যুগলের কোন ভবিষ্যৎ নাই এইতো ???
যে কলেজ, স্কুল সমাজ প্রাইভেট নির্ভর, যারা ক্লাসেও প্রাইভেটের আকার-ইঙ্গিত দেয়, যে কলেজ মুখরোচক মজা ও সুবিধা দিয়ে প্রাইভেট পড়ায় সেখানে এমন ঘটনা কি আজব ঠেকে??? যেখানে শিক্ষকদের নৈতিকতার বালাই নেই সেখানে কি শিক্ষার্থীদের খুব নৈতিক তার প্রয়োজন হলো।
যেখানে ম্যানেজিং কমিটি চোর-বাটপার, ঘুষখোর তাদের বিচার করে কে??? ছেলে-মেয়ে তো আপনাদের কলেজেই ছিল সেখানে তো দেখি দায় আপনাদের নেই নাকি ??? এখনকার পোলাপানগুলো খারাপ নাকি ??? তাদের বাবা-মা আপনারা!!! নাকি অন্য গ্রহের কেউ???
আপনারা শিশু হত্যা করেন। শিশু বান্ধব কোন মিডিয়া তৈরি করেননি। কোথাও শিশুদের সুষ্ঠ ব্যবস্থা রাখেননি। আবার বলছেন আমাদের ভালো হতে হবে। তাহলে সব কিছু পরিচালনার দায়িত্বটাও আমাদের দিয়ে দিন। আপনারা চুড়ি পড়ে ঘরে বসে থাকেন।
যদি সমাধান চান প্রথমে আপনারা ভালো হোন। আমরা ভালো কিছু শিখবো। আর আলোর পথ বন্ধ করে দিয়েন না , অন্ধকারে হাপিয়ে মরবেন। আমরা স্কুল-কলেজ পেড়িয়ে এসেছি, জানি আপনারা কত চোর। আলোর পথে আসুন।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ দুপুর ১২:২১