মরতে যখন শিখেই গেছি বাঁচতে নেইকো বাঁধা
যতই আঘাত হানো আনো বাঁধা আনো
মুক্ত স্বাধীন মুক্ত প্রাণ সত্য তবে মানো।
অন্তরেতে আছে ক্ষুধা ক্ষুধা মরে নাকো,
প্রাণের ক্ষুধা মিটলে তবে ক্ষুধা হবে সাড়া।
সময় এখন আমাদের জন্ম-মৃত্যু ব্যাপী-
সাধের সাধন এই জনমে জেনে তবে গেছি।