অন্তমোড়া একটি অর্ধ পর্ণমোচী গুল্ম বা ছোট আকৃতির গাছ। লম্বায় ৮ -১০ ফুট পর্যন্ত হতে পারে। বাকল হয় ধৃসর রঙের, পাতা সাধারণ, খসখসে কিনারা খাঁজকাটা এবং এতে ছোট ছোট লোম থাকে। ফুল গুলি একক বা হালকা গুচ্ছ আকারে থাকতে পারে। পাপড়ির রং হয লাল বা কমলা। সবুজাভ বাদামী বর্ণের ফল হয় এবং এটি প্যাচানো আকৃতির এবং দেখতে অনেকটা স্ক্রুর মতো হয়।
ঔষধি গুনাগুনঃ মূল এবং বাকল উদারাময়, আমাশয়, পিত্তদোষে ব্যবহৃত হয়। কৃমিনাশক হিসাবেও এর ব্যবহার আছে।
ছবি নেট থেকে।