এই পোষ্ট টা খা সাহেবের লাইগ্যা
এই গাছটারে হিন্দীতে কয় - জামাল গোটা
বাংলায় কোন গাছের নাম জামাল গোটা নাই - এই হিন্দী নামটাই বাংলায় বেশী প্রচলিত হইয়া গছে।
এইটার বাংলায় নামঃ সাদা ভেরেন্ডা
অন্যান্য স্থানীয় নামঃ বাগভেরেন্ডা ( বাগ= জঙ্গল), Physic Nut, Jatropha, Barbados nut , জামাল গোটা।
বৈজ্ঞানিক নামঃ Jatropha curcas পরিবারঃ Euphorbiaceae (Castor family)
এর বীজ কোষ্ঠ পরিস্কারক। কিন্তু মাত্রারিক্ত হলে উদারাময় সৃজক।