ছোট ছোট হাত পা ছুড়ে
লাল জামা জুতো আর কালো প্যান্ট পরে
ছুটে ছুটে কচি কন্ঠে তারস্বরে চীৎকার করে, উল্লাসে
আজ সবাই মিলে বেড়াতে যাবে বলে।
খেয়ে নাও একবার, নইলে ঘরে যাব ফেলে
দ্রুত খাওয়া শেষ করে, চুপচাপ
বড়দের ব্যস্ততা, উৎকণ্ঠা কি যেন রয়ে গেল
অতঃপর সে চড়ে বসে কোলে।
বেশ মজার খেলা
সারাদিন ঢেউয়ে ঢেউয়ে দোল খায় ভেলা
একই খেলা আর কত ভাল লাগে
দু একবার জেদ ধরে,
চল সবাই এবার ঘরে ফিরে যাই।
বোঝায় সবাই, ফিরবে কি করে দেখ ওখানে তালা
তবে, ছুটবার জন্য একটু মাটি শুধু চাই
বন্ধ দরজার অপার থেকে ঘোষনা আসে
এমন জায়গা এখানে এক ইঞ্চিও নাই।
কি করে যেন বালুর বুকে ঘুমাবার
সুযোগ পায় ক্লান্ত ছোট্ট সে প্রান
চিরতরে ঘুমিয়ে গিয়ে
বন্ধ দুয়ার খোলে শিশু আয়লান।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২১