ভালবাসা বলতে যা শিখেছি,
স্বামীর কাছে শিখেছি,
যখন তখন চুমু আর সংগম।
বাবা-মায়ের কাছে শিখেছি,
অনেক বড় হতে হবে।
কেউ ছোঁয়ার আগে তাল গাছটা আমাকেই ছুঁতে হবে।
শ্বশুরবাড়ির কাছে শিখেছি,
ঘরের বউ লক্ষ্মী, সংসারী, উচ্চ শিক্ষিতা, কর্পোরেট হতে হবে।
তবে ঘরের যে কোন ব্যাপারে, সিদ্ধান্তে মুক ও বধির থাকতে হবে।
বড় বোনের কাছে শিখেছি ,
বিদেশ থেকে ব্রান্ডের ব্যাগ কস্মেটিক্স পাঠাতে হবে।
স্কুল পড়ুয়া ছোট দু ভাইবোনের কাছে শিখেছি,
প্লিজ তুমি বাড়ি আসো, কবে আসবে? তোমার কথা খুব মনে পড়ে।
ভালবাসা বলে যা শিখতে চেয়েছি
আমার ইচ্ছেরা বন্দী না হোক।
আমার চোখের জলকে চোখের জলই ভাবা হোক।
একটা ভীষণ নির্ভার, নিরাপদ আশ্রয় হোক।
আর ছোটার মিছিল ছেড়ে আমার হৃৎপিণ্ড দুদণ্ড বিশ্রাম পাক।
*** খুব হাঁপিয়ে যাচ্ছিলাম। আবোল তাবোল কিছু লিখে হাঁপানি কমালাম।