একটা গান ছোটবেলায় অনেক শুনেছি, কেমন লাগতো মনে নাই। তবে সেই গানটা বহুদিন পর আবার শুনে কোথায় যেন হারিয়ে গেলাম। পুরনো সময় গুলা এক এক করে চোখের সামনে এক পলকের জন্য যেন উকি মেরে গেল।
উত্তরবঙ্গের অন্যতম ফেভারিট গান এটি। চাইম ব্যন্ডের করা একটি রিমেক ভার্শান শুনলাম, মজা কমে তো নাই, বরং কিছুটা বেড়েছে
গানটি হলো "নাতি খাতি বেলা গেল শুতি পাইরলাম না"
নাতি খাতি বেলা গেল শুতি পাইরলাম না
আরে সদরুদ্দির মা
আ!!
নাতি খাতি বেলা গেল শুতি পাইরলাম না
বড় চাচার গরু ছুইটা কদুর জাইলে খাইল!....খাইল!!
চাচা আইসে খালিখালি চাচীরে ক্যান মাইরলো??....মাইরলো??
আরে সময় থাকতে বাড়িত কেউতো চহি দেইখলো না...
আরে সদরুদ্দির মা
আ!!
নাতি খাতি বেলা গেল শুতি পাইরলাম না
কষ্ট করে কুষ্টার বোঝা হাটে নিয়ে গেইলো!....গেইলো!!
বেচতি না পারি চাচার কুষ্টা ফিরা আইলো......আইলো!!
আরে দেরী করে যাওয়ার জন্যি সদাই হইলো না....
আরে সদরুদ্দির মা
আ!!
নাতি খাতি বেলা গেল শুতি পাইরলাম না
বিয়ানের কাম চাচায় আমার করে ভাইকেল বেলা...বেলা!!
হরহামেশা সেই জন্যি খায় চাচীজানের ঠেলা....ঠেলা!!
হায়রে চাচীর কপালে আল্লায় সুখ যে দিল না....
আরে সদরুদ্দির মা
আ!!
নাতি খাতি বেলা গেল শুতি পাইরলাম না.......
গানটি পাওয়া যাবে নিচের লিঙ্কে, কষ্ট করে একটু খুজে নিবেন
গানটির আর্কাইভ
সরাসরি ডাউনলোড লিঙ্ক-
কাজ করার কথা, না করলে আমার কোন দোষ নাই