পুলিশের তদন্ত কাজে অনুসন্ধান এবং জিজ্ঞাসাবাদ একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়।অপরাধ বা ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকেন।অপরাধ বা অপরাধি সম্পর্কে প্রকৃত তথ্য প্রদান করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।
নিচে জিজ্ঞাসাবাদের সময় আপনার অধিকারগুলো উল্লেখ করা হলঃ
১। আপনার বিপক্ষে সাক্ষ্য হিসাবে কোন বক্তব্য দিতে আপনাকে কোন প্রকার বল করিতে পারিবে না।
২। এমন কোন বক্তব্য বা প্রশ্নের উত্তর দেওয়া আপনার উচিত হবে না যা আপনাকে কোন অপরাধে দোষী সাব্যস্ত করে।[সংবিধানের ৩৫(৩) অনুচ্ছেদ এবং ফৌজধারি কার্যবিধির ১৬১(২) ধারা]
৩। যে অপরাধে আপনাকে অভিযুক্ত করা হয়েছে সে অপরাধ স্বীকার করার জন্য পুলিশ আপনাকে কোন প্রকার হুমকি প্রদান করলে, প্রলোভন দেখালে বা বাধ্য করলে তা ফৌজধারি বিচারের ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে না।[সাক্ষ্য আইনের ২৪ ধারা]
৪। জিজ্ঞাসাবাদ বা প্রশ্ন করার সময় সকল প্রকার লাঞ্ছনা,অপব্যবহার বা নির্যাতন থেকে মুক্ত থাকার অধিকার প্রত্যেকের রয়েছে।
৫। জিজ্ঞাসাবাদের সময় কোন বক্তব্যে আপনার স্বাক্ষর করার প্রয়োজন নেই।[ ফৌজধারি কার্যবিধির ১৬১(১)ধারা]
৬। ম্যাজিস্ট্রেট এর অনুপস্তিতিতে পুলিশের নিকট দেয়া কোন বক্তব্য আদালতে পুলিশ আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না।[সাক্ষ্য আইনের ২৬ ধারা]
৭। আপনি যে অপরাধ করেছেন সে অপরাধ যদি আপনি স্বীকার করতে চান তাহলে আপনি ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে দিবেন।
৮। আপনি যদি স্বেচ্ছায় দোষ স্বীকার করেন তাহলে এই স্বীকারউক্তি আপনার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে।
আপনি উপরুক্ত অধিকার গুলো ঠিকমত পাচ্ছেন?? মনে রাখবেন এটা আপনার অধিকার।
উৎসঃ বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাষ্ট।
মোহাম্মদ ফরহাদ মিয়াজি
অপরাধ বিজ্ঞান বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়।