১৯৭৩, সাড়ে সাত কোটি বাঙ্গালীর জন্যে ত্রাণ হিসেবে আট কোটি কম্বল আসে বাংলাদেশে। জনপ্রতি একটি করে হিসেবের পরও আরও ৫০ লক্ষ কম্বল অবশিষ্ট থাকার কথা, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বৈরশাসক শেখ মুজিব তার নিজের ভাগেরটি না পাওয়ায় প্রাণপ্রিয় সহচর গাজিকে জিজ্ঞেস করেছিলো - " আমার কম্বলটি কোথায়? ভাগে তো আমিও একটা পাই "। নিজের ভাগেরটি লুট হয়ে যাওয়ায় তিনি বলেছিলেন -
" সবাই পেলো স্বর্নের খনি আর আমি পেলাম চোরের খনি "।
•
সাল ২০১৭ মে মাসের ১৫ ই তারিখ বাংলাদেশের সকল জাতীয় পত্রিকায় নিউজ হয়েছিলো - "পবিত্র রমজান উপলক্ষে,সৌদি আরব বাংলাদেশকে ৫০ টন খেজুর উপহার দিয়েছে "।
বাংলাদেশের জনসংখ্যা ১৮ কোটি ধরে হিসাব করলে, ৫০ টন খেজুরের মধ্যে বাংলাদেশের প্রতিটি নাগরিক ৭.৯৬২ গ্রাম খেজুরের ভাগ পায়। রমজানের শুরু থেকে শেষ অব্দি খেজুর তো দূরের কথা ,সেই খেজুরের বিচি ও দেখেনি প্রায় ৮০% নাগরিক।
গরিবের জন্যে আসা এই উপহারের খেজুর সরকার দলের লুটেরাই ভাগাভাগি করে সাবার করে দেয়।
•
এইতো গতকালের ঘটনা, রোহিঙ্গাদের মাঝে বিলিয়ে দিতে ১৪০০০ বস্তা ত্রাণ নিয়ে বিএনপির প্রতিনিধি দল কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে তাদের ১৪০০০ বস্তা ত্রাণ আটক করে রাখে আওয়ামী পুলিশ। আজ বিএনপিকে ১০০০ বস্তা ত্রাণ ফেরত দিয়ে বাকি ১৩০০০ বস্তা ত্রাণ লুট করে নিয়ে যায় সরকার ।
•
গতকাল আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন " প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১২ লক্ষ রোহিঙ্গাকে সরকার ত্রাণ দিয়ে এসেছেন" ।
কিন্তু জাতিসংঘের সুত্র দিয়ে দেশীয় গনমাধ্যম ও আন্তর্জাতিক গনমাধ্যমগুলো নিউজ করছে বাংলাদেশে প্রায় ৩ লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে । যেহেতু যোগাযোগ মন্ত্রী নিজেই এমন তথ্য দিয়েছেন তবে ধরে নেওয়া যায় সরকার ঠিকই রাষ্ট্রীয় কোষাগার থেকে ১২ লক্ষ লোকের ত্রাণের সমপরিমান টাকার হিসেব দেখাবে । তাহলে বাকি ৯ লক্ষ রোহিঙ্গাদের ত্রাণ কোথায় ?
•
রোহিঙ্গাদের ত্রাণ দিতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, তিনি ১৬ কোটি মানুষকে খাওয়ান, সাথে ২/৫ লক্ষ রোহিঙ্গাকেও তিনি খাওয়াতে পারবেন । মাননীয় প্রধানমন্ত্রীর সুন্দর এই বক্তব্যের প্রশংসা করি । কিন্তু যেভাবে সরকার বিএনপির ১৩০০০ বস্তা ত্রাণ লুট করে নিয়ে গেলো তাতে কি মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সাথে কোন মিল পাওয়া যায় ?
•
মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন, আপনি ১৬ কোটি মানুষকে খাওয়ান ।এই ১৬ কোটি জনগনের মধ্যে আমার নাম ও রয়েছে।
এখনো আদমশুমারিতে আমাকে গননা করা হয়, এই ১৬ কোটি জনগনের মধ্যে আমিও একজন কিন্তু আমি এই জীবনে আপনার সরকারের আমলে ১ পয়সা পরিমান কোন খাবার আপনার সরকার থেকে খাইনি, তাহলে আমার হিসেবের খাবারটা কোথায় গেলো ? আমার ভাগের খাবারটা কই ?
মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা একজন বিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন, তাই তিনি ৪৪ বছর আগেই বুঝে গিয়েছিলেন তিনি চোরের খনি পেয়েছেন, তাঁর পরিচালিত দলটি কম্বল চোর ও চাটার দল তাই তিনি বলেছিলেন "আমি বিদেশ থেকে যা ভিক্ষা করে আনি, চাটার দল সব চেটে খেয়ে ফেলে ।
আর আপনি এই শতাব্দীতে এসে আবারো তা প্রমান করে দিলেন, আপনার পরিচালিত দলটি চোর, চাটা ও লুটেরাদের দল। আপনি ও আপনার নেতা কর্মিরা মিলে নির্যাতিত এই মানুষগুলার ত্রাণ লুট করে চেটে খেয়ে ফেললেন।
লেখা- মেজর ডালিম
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৪