ছাগুরা ব্যাপক প্রচার চালাইতেসে যে সাকার রায় নাকি অনেক আগে থেকেই ডিসাইডেড, আর সেটা নাকি পাওয়া গেছে আইন মন্ত্রনালয়ের একটি কম্পিউটারে আলম নামের জনৈক টাইপিস্টের নামে রাখা একটা ফোল্ডারে।
ফাইলটা ডাউনলোড করলাম, ছাগুদের দেখান পথে প্রপারটিজে গেলাম। তাতে দেখা যাচ্ছে মজার সব জিনিশ।
১, ফাইলটা তৈরি হয়েছে ২৩শে মে ২০১৩ তারিখে রাত ১২টা ১ মিনিটে! প্রশ্ন নাম্বার এক, রাত ১২টা ১ মিনিটে কোন অফিসে কাজ চলে?
২- টোটাল ২৫৮৮ মিনিট ধরে এই ফাইল এডিট করা হয়েছে, ছাগুরা মনে হয় অনেক সময় দিসে এইটার পিছে।
৩- তারপরে দেখা যাচ্ছে যে ফাইলটা লাস্ট সেভ করেছে যে ইউজার তাঁর নাম ম্যাকবুক প্রো ১৩" (অনেক ক্ষেত্রে আসল ইউজার এর বদলে পিসির জেনেরিক নাম ইউজ করা হয় এই দেশে, যেমন আমার শ্যালকের ল্যাপটপের ইউজার নেম হল "এসার পিসি", উইন্ডোজ ইন্সটল করার সময় দোকানদার বানায় দিসে), প্রশ্ন নাম্বার দুই সরকারি অফিসের টাইপিস্ট আলম (যার নাম উল্লেখ করা হয়েছে খবরের সুত্রে) ম্যাকবুক প্রো কবে থেকে ইউজ করা শুরু করল?
৪ - এছাড়াও দেখা যাচ্ছে যে ফাইলের অথর এর নাম "আদি", আলম না, যেমনটি বলা হয়েছে খবর সুত্রে। আর তাঁর অরগানাইজেশন/কম্পানির নাম হচ্ছে
"অ্যারাবিয়ান হর্স"!! আইন মন্ত্রনলায় কবে থেকে অ্যারাবিয়ান হর্স হইল?
Ayon Muktadir's status.
সংগ্রহীত : View this link