আজকাল মানুষ ভুত এফ এম এর খুব ভক্ত হয়ে যাচ্ছে।আমিও কিছুদিন শুনেছি। কখনো মনে হয়েছে হয়ত সত্যি ঘটনা আবার কখনো মনে হয় পুরোটাই একটা বানোয়াট গল্প মাত্র। তবে কথায় বলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদুর। যদিও আমি এসব নিয়ে কিছু বলতে চাচ্ছি না।আমি এখানে আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলতে চাই।আমি যখন খুব ছোট ( ক্লাস ওয়ান এ পড়ি) তখন আমরা নউগা তে থাকতাম।আমার ছোট বোনের বয়স তখন মাত্র ছয় মাস।আমরা থাকতাম একটা সরকারী কোয়ার্টার এ।আমাদের বাসাটা ছিল সবার শেষে। পাশেই ছিল বিশাল ধান ক্ষেত।আর পেছনে ছিল পুকুর। একবার আমার আর আমার বোনের চিকেন পক্স হল। তো রাতে আমি আমার বাবার কাছে আর আমার বোন আমার মায়ের কোলে ঘুমিয়েছিল। ঘুমের মাঝে আমি দেখতে লাগলাম একটা কালো জামা পড়া মানুষ হাতে একটা টর্চ নিয়ে পুকুরের পাশ দিয়ে হেটে আমাদের বাসার দিকে এগুচ্ছে। মানষটার মুখ দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে পাচিল টপকে আমাদের বাসার সিঁড়ির দিকে এগুলো।আমি দেখলাম সে ধীরে ধীরে উপরে উঠছে।আমরা থাকতাম তিন তলায়। মানষটা তিন তলায় এসে নিজেই দরজা খুলে ভেতরে ঢুকলো আর ধীরে আমাদের রুম টার দিকে এগুতে লাগলো। একটা সময় মানষটা আমার খুব কাছে চলে এলো আর আমাকে ধরবার জন্য ঝঁকল। তখন ই টর্চের আলোটা তার মুখের উপর পড়লো। তখন আমি যা দেখলাম তা কখনো ভোলার নয়। একটা মানুষ যার সমস্ত মুখ ভর্তি কাঁটা। দেখে মনে হয় কেউ মুখে সুঁই বিঁধিয়ে রেখেছে। খুব বীভৎস দেখতে। যখন সে আমাকে ধরতে এলো তখন ই আমি খুব জোরে চিৎকার করে উঠে যাই আর কঁপতে থাকি। পরে আমার বাবা মা দুজনের কাছেই শুনেছি যে আমি যখন চিৎকার দেই তার ঠিক ১০ কিংবা ১৫ সেকেন্ড আগে জানালা দিয়ে ঘরে একটা নিল আলো এসে পড়ে আর সারা ঘরে ছড়িয়ে পড়ে। তারা কিছু বোঝার আগেই নাকি আমি চিৎকার দেইআর নীল আলোটা চলে যায়। এটা ছিল একটা সত্যি ঘটনা যার কোন ব্যখ্যা নেই।আজ ও যখন ভাবি আমার গা শিউরে ওঠে ভয় এ।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১২ রাত ৯:১১