বিভিন্ন ঘটনায় অনেকের মন খারাপ হয়ে আছে। চলেন আপনাদের বাগান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। হয়তো একটু ভাল লাগতে পারে।
১. আম বাগান। ’ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে’ । কবি গুরুর মত আম যে সবাইকে পাগল করে এই ব্যাপারে কারো সন্দেহ নাই।
২. প্রিয় ফল তালিকায় আছে কলা আর তরমুজ। চলেন কলাবাগানে।
৩. জাতীয় ফল বলে কথা, আর তালিকায় জাতীয় ফল থাকবে না, তা কি হয়!
৪. দেখুন তো এই পেপের বাগানটা কেমন লাগে? আমার তো ছবি দেখেই মন ভাল হয়ে যায়।
৫. আহ্ স্ট্রবেরী, যেমন রং তেমন স্বাদ। বাগান টাও সুন্দর।
৬. ওয়াও! আপেল বাগান।
৭. আঙ্গুর বাগান।
অনেকে কালো আঙ্গুর বেশী পছন্দ করেন।
৮. বর্ষা কালের রঙ্গীন ফল জামরুল।
৯. এক সময় আতা ফল খুব পছন্দ করতাম।
১০. আপুদের তো চালতা ফল খুব পছন্দের। সেটা কাঁচা হোক বা পাকা হোক।
১১. সফেদা -র বাগান। এই ফলটা গন্ধ অনেক সুন্দর, তবে আমার আছে অতটা মজার মনে হয় না।
১২. জীভে জল আনা লটকন ফল।
১৩. আমলকী ।
১৪. গাছে ঝুলে আছে কামরাঙা। আর কিছু দিনের মধ্যে রঙিন হয়ে উঠবে।
১৫. লিচু বাগান। ছোট বাচ্চাদের লিচু খাওয়া দেখতে আমার খুব মজা লাগে।
১৬. বরিশালের ভাইরা বলবেন আমাদের আমড়া কই?
১৭. সরিষার তেল, মরিচ আর লবন দিয়ে জাম্বুরা খেতে কেমন লাগে?
১৮. কমলা বাগান।
১৯. এটা হলো মানব বাগান। দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে।
ধন্যবাদ।