বিখ্যাত ব্লগার গনের প্রোফাইল পিকচার যদি ডাক-টিকেট হিসাবে ছাপান হতো তবে প্রতিটা ছবি কোন না কোন মেসেজ জাতিকে দিতে পারতো। বিনা অনুমতিতে ছবি ব্যবহার করায় সবার কাছে সবিনয় ক্ষমা প্রার্থনা পূর্বক শুরু করছিঃ
০১. ভিটামিন সি ভাই এর ছবি ‘সি’ এর ব্যপারে সচেতনতা বাড়াত।
০২. নানাভাই এর ছবি প্রবীনদের যোগ্য সম্মান করতে শিখাত।
০৩. ডাঃ পারভিন আপার আমি বড় ভক্ত, নতুন ‘মা’ রাও তার ভক্ত হয়ে যেত।
০৪. রেজোওয়ানা আপার ঐতিহ্যের প্রতি টান তো সবাই জানে।
০৫. স্বর্না আপার মত বর্ষাকে সবাই উপভোগ করতো।
০৬. শিশু বিড়ালের আকাঁ কাপের ছবি দেখে সবাই আঁকতে উৎসাহিত হতো।
০৭. তুন্না আপার মত সবাই আলো রক্ষা করতো।
০৮. কামরুল ভাই এর ছবির মত ধুমপান মুক্ত দেশ হতো।
০৯. অথর্ব ভাই এর মত সবাই জিনিয়াস হয়ে উঠতো।
১০. যোগী ভাই কে দেখে সবাই মিতব্যয়ী হতো।
১১. রুনি আপার ছবিতে বনলতা সেন বাস্তবে ধরা দিত
১২. নীলাঞ্জনা আপার ছবি দেথে হেসেই সবাই সুস্থ থাকতো।
১৩. পুংটা পোলার ছবি দেখে সবাই আয়োডিন যুক্ত লবন খেত।
১৪. সবার প্রিয় শিপু ভাই এর ছবি দেখে বিশ্ব পিতা দিবসে পিতাদের সম্মান বৃদ্ধি পেত।
১৫. ছাত্তির ইঞ্জিয়ার এর ছবি আরও ইঞ্জিয়ার তৈরী করতো।
১৬. এটা আমি। আমার কথা আর কি বলবো!
১৭. সাহিদা আপার ছবি দেখে সবাই রাগ কমাত আর সংগীতের প্রতি আকৃষ্ট হতো।
১৮. আরজু আপার ছবি দেখে শত সমস্যার মাঝেও বাচাঁর আশা খুজে পেত।
আমার কাছে সব ব্লগার ভাই এর মত, যাদের ছবি দিতে পারলাম না তারা আমার উপর রাগ করিয়েন না।