ভাগ্য ব্যাপারটা আমার কাছে সব সময় রহস্যময় মনে হয়। প্রায়ই এটি নিয়ে চিন্তা করি। আসলে কি সৌভাগ্য-দুর্ভাগ্য বলে কিছু আছে!গুনীজনেরা বলেন ভাগ্য বলে কিছু নেই-সবই নিজ নিজ কর্মের ফল, পরিশ্রমই আপনার ভাগ্যের নিয়ন্ত্রক।
পরিশ্রম আর ভাগ্য তাহলে সমান তালে চলে!!! তাহলে আর ভাগ্য শব্দটার জন্ম হল কেন। শুধু পরিশ্রম নামক শব্দটা থাকলেইতো চলে। পরিশ্রম কর সফল হবে, পরিশ্রম করোনা, সফল ও হবে না। সোজা হিসেব। ভাগ্য-পরিশ্রম, পরিশ্রম-ভাগ্য! যত্তসব তালগোল পাকানো কথা-বার্তা।
সৌভাগ্য-দুর্ভাগ্য নিয়ে সেদিন নতুন করে ভাবতে হল। বাসা থেকে বের হয়ে অফিসে যাচ্ছিলাম। পথিমধ্যে কাক তার স্বভাব সুলভ ভঙ্গিতে কর্ম সেরে দিল। ঠিক পায়ের এক ইঞ্ছি দূরে গিয়ে পড়ল। মনের অজান্তে মুখ থেকে বের হয়ে গেল- ভাগ্য ভাল, এক সেকেণ্ড আগেও যদি বাসা থেকে বের হতাম, কাকের কর্ম ঠিক পায়ের এক ইঞ্ছি দূরে না গিয়ে আমার মাথায় এসে পড়ত।তখন নিজের অজান্তে মুখ দিয়ে ভাগ্য ভাল কথাটা না বের হয়ে, বের হত-ধ্যাত শালার কপালটাই খারাপ!!
এটাই তাহলে ভাগ্য!!!তার মানে দাঁড়াল অন্যের কর্ম যখন আপনার জন্য সুফল বয়ে আনবে সেটা আপনার ভাগ্য। আর অন্যের কর্ম যখন আপনার জন্য কুফল বয়ে আনবে সেটা আপনার দুর্ভাগ্য।আর নিজের কর্ম যখন সুফল নিয়ে আসবে সেটা পরিশ্রমের ফল, যখন কুফল নিয়ে আসলে সেটা কর্ম ফল। ওহ, আসলেই তাল গোল পাকানো ব্যাপার, অন্তত আমার কাছে।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৯