আপডেট(২১/৪/২০১৩)ঃ সানিমের চিকিৎসার জন্য প্রয়োজিনিয় অর্থ সংগৃহীত হয়েছে। সাহায্য পাঠানোর আর প্রয়োজন নেই।আর এই লেখাটি শেয়ার করারও আর প্রয়োজন নেই।
মাহাদি হাসান সানিম, চার বছরের এক অবুঝ শিশু। অন্যান্য শিশুদের মতো হেসে খেলে আনন্দে দিন পার করছিল। হঠাৎ শিশুটির মুখের হাসি থেমে গেল। এক জটিল রোগ ভর করেছে শিশুটির ছোট দেহে। রোগটির নাম পালমনারি এট্রেসিয়া। একটি কঠিন হৃদরোগ। এদেশে রোগটির কোন চিকিৎসা নেই। তুলনামূলক কম খরচে ভারতের বেঙ্গলরে চিকিৎসা সম্ভব। এরজন্য তিনবার হার্টের জটিল অপারেশন করতে হবে। ব্যয় হবে ২৫ লক্ষাধিক টাকা। পরিবারের সামর্থ নেই এই বিশাল ব্যয় বহনের।
সানিম বাবা-মা এর একমাত্র সন্তান।বাবা মোঃ হাসানুজ্জামান। বাংলাদেশ কৃষি পরমানু গবেষনা কেন্দ্রের (BINA) বৈজ্ঞানিক কর্মকর্তা। সীমিত কৃষিজমির ছোট এই দেশে প্রায় ১৬ কোটি মানুষকে ক্ষুদামুক্ত করতে যে সকল বিজ্ঞানীরা নিরলস চেস্টা চালিয়ে যাচ্ছেন মোঃ হাসানুজ্জামান তাদের একজন। তাদের প্রচেস্টাই এদেশে আজ দুর্ভিক্ষ হয় না, কেউ ঘরের দরজা নক করে ভাতের মার কিংবা চাল ভিক্ষা করে না। এদেশকে ক্ষুধামুক্ত করতে যুদ্ধ চালিয়ে গেলেও ব্যক্তিগত জীবন যুদ্ধে তিনি আজ কঠিন চ্যালেঞ্জের সম্মখীন।
তরুন বিজ্ঞানীর সম্মান রক্ষার্থে মনের আবেগ দিয়ে অনেক কিছুই লিখতে পারছি না। সকল ব্লগারদের আহবান জানাচ্ছি সানিমের জীবন রক্ষায় সাধ্যমত কিছু করার জন্য। আপনাদের ভালবাসাই পারে সানিমের হাসি আবার ফিরিয়ে আনতে। অনেক ব্লগারই ইতিপূর্বে এ ধরনের মানবিক কর্মকান্ডে নিজেকে জড়িয়েছেন, অরগানাইজ করেছেন । সে সকল মহান ব্লগারদের অনুরোধ জানাচ্ছি সানিমের জীবন রক্ষায় এগিয়ে আসুন। এ বিষয়ে ব্লগিংএ জড়িয়ে পড়ুন, অরগানাইজ করুন, সম্ভাব্য সবরকম সহায়তা করুন।
সহায়তার জন্যঃ
Account Name- Md. Hasanuzzaman
Saving Account No.- 156.101.119461
Dutch bangle Bank Limited
Mymensingh.
For foreign donor, Need a SWIFT code. please see the code: DBBL BD DH100
অথবা বিকাশ করুনঃ 01712242797
যোগাযোগঃ
Md. Hasanuzzaman
Scientific Officer
Bangladesh Institute of Nuclear Agriculture(BINA)
Mymensingh.
Mobile: 01712242797
E-mail: [email protected]
আপডেটঃ
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪