দাবা পৃথিবীর অন্যতম জনপ্রিয় খেলা। বুদ্ধি প্রয়োগ করে স্ট্র্যাটেজি তৈরি করার সুযোগ অন্য কোন খেলায় এত বেশি নেই। দাবা খেলারুদের বাস্তব জীবনেও পরিকল্পনা করা, সমস্যা সমাধান করার ক্ষমতা অনেক বেশি হয়। এমনকি সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, দাবারুদের নিউরোলজিক্যাল রোগ হবার সম্ভাবনাও কম।
যাই হোক, আমাদের দেশে যারা পেশাগতভাবে দাবা খেলে না, তারা কিছু ভুল নিয়ম তৈরি করে নিয়েছে নিজেদের জন্য। এই নিয়মগুলো দেশে বেশ জনপ্রিয়ও। ভুল নিয়মগুলো হলো-
১। প্রথম চালে দু’টো সৈন্য (Pawn) সামনের ঘরে দেয়া। আন্তর্জাতিক দাবায় এক চালে একটা সৈন্যই সরানো যায়, এক ঘর কিংবা দু’ঘর, তবে কিছুতেই দু’টো সৈন্য নয়।
২। রাজার যেদিকে মন্ত্রী (Queen) থাকে, সেদিকের নৌকার (Rook) সাথে ক্যসলিং করার সময় এক ঘর ফাঁক রাখা এবং রাজা তিন ঘর দূরে নিয়ে যাওয়া। সঠিক নিয়ম হলো, ক্যাসলিং যেদিকেই করা হোক না কেন, রাজা দু’ঘর সরে আসবে এবং রাজা আর নৌকার মধ্যে কোন ফাঁকা ঘর থাকবে না।
৩। রাজার চাল নেই মানে হেরে যাওয়া। চেক দেয়া অবস্থায় না থাকলে, রাজার চাল নেই মানে খেলা ড্র, হেরে যাওয়া নয়। এটাকে বলে স্টেলমেট।
৪। রাজা ছাড়া আর কোন ঘুটি নেই যখন, তখন রাজা ১৬ চাল দিতে পারলে খেলা ড্র হবে। সঠিক নিয়ম হলো, রাজা ছাড়া অন্য ঘুটি থাক বা না থাক, ১৬ চাল দেয়ার সাথে খেলা ড্র হবার কোন সম্পর্ক নেই।
৫। যে চালে সৈন্য শেষের ঘরে যাবে, তার পরের চালে মন্ত্রী/হাতি/নৌকা/ঘোড়া উঠানো যাবে। সঠিক নিয়ম- এক চাল অপেক্ষা করতে হয় না। সাথে সাথেই পাওয়ার ঘুটি উঠে যাবে।
যে সব কারণে খেলা ড্র হবে-
১। স্টেলমেট হলে।
২। ৫০ চালেও যদি কোন ঘুটি খোয়া না যায়, যদি কোন সৈন্যের চাল দেয়া না হয়, তাহলে খেলা ড্র হবে।
৩। দু’পক্ষ একই চাল বার বার দিতে থাকলে।