কাউখালী গণহত্যা
— এম.এম. হাওলাদার
দুর্গম পাহাড়, আদিবাসী জনপদ;
সহজ-সরল জীবন।
অহিংসা আর শান্তির ধ্বনিতে
জড়ো হওয়া মানুষ।
কোথায় অহিংসা? কোথায় শান্তি?
কিছু বুঝে ওঠার আগেই
হঠাৎ আক্রমণ, ব্রাশফায়ার;
সশস্ত্র হায়েনাদের সঙ্গে
শৃগাল-শকুনের নারকীয় উল্লাস,
অপ্রস্তুত যমদূত!
সরল বিশ্বাসের পরিণতি -
মৃত্যুর অভিশাপ!
সময়ের বিশ্বাসঘাতকতা ;
কোথায় ধর্মীয় সভা?
বধ্যভূমিতে লাশের সমাবেশ!
আক্রান্ত ঘরবাড়ি, জুমের ফসল,
ভাংচূর - লুটপাট - অগ্নিসংযোগ;
রক্ষা পায় না পবিত্র মন্দির!
নির্যাতন - হত্যাকান্ড - রক্তাক্ত পাহাড়,
নির্লিপ্ত রাষ্ট্র, স্তব্ধ বিশ্ববিবেক!
আজও দুঃস্বপ্ন দেখায়
তিন শতাধিক বীভৎস মৃতদেহ;
জন্মভূমিকে পেছনে ফেলে
সীমান্ত পেরিয়ে জীবন বাঁচানো
সহস্রাধিক শরণার্থী।
প্রতিহিংসা, অন্ধ আক্রোশ;
রাষ্ট্রের অন্যায় আগ্রাসন!
ছিন্নভিন্ন পার্বত্য জনপদ।
স্বাধীনতাকে ক্ষতবিক্ষত করে
কাউখালী গণহত্যা।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৩