somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

এম.এম. হাওলাদার
quote icon
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

কাউখালী গণহত্যা

লিখেছেন এম.এম. হাওলাদার, ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৩

কাউখালী গণহত্যা
— এম.এম. হাওলাদার

দুর্গম পাহাড়, আদিবাসী জনপদ;
সহজ-সরল জীবন।
অহিংসা আর শান্তির ধ্বনিতে
জড়ো হওয়া মানুষ।
কোথায় অহিংসা? কোথায় শান্তি?

কিছু বুঝে ওঠার আগেই
হঠাৎ আক্রমণ, ব্রাশফায়ার;
সশস্ত্র হায়েনাদের সঙ্গে
শৃগাল-শকুনের নারকীয় উল্লাস,
অপ্রস্তুত যমদূত!

সরল বিশ্বাসের পরিণতি -
মৃত্যুর অভিশাপ!
সময়ের বিশ্বাসঘাতকতা ;
কোথায় ধর্মীয় সভা?
বধ্যভূমিতে লাশের সমাবেশ!

আক্রান্ত ঘরবাড়ি, জুমের ফসল,
ভাংচূর - লুটপাট - অগ্নিসংযোগ;
রক্ষা পায় না পবিত্র মন্দির!
নির্যাতন - হত্যাকান্ড -... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩৯ বার পঠিত     like!

চলেশ রিছিল

লিখেছেন এম.এম. হাওলাদার, ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৬

চলেশ রিছিল
— এম.এম. হাওলাদার

ভূমি হারানোর বঞ্চনা,
শাল বৃক্ষের আর্তনাদ;
জেগে ওঠে ভূমি-সন্তান —
হাজার বছরের আদিবাসী।

দখলদার বনরক্ষী,
রাষ্ট্রীয় সন্ত্রাসের রক্তচক্ষু;
নির্যাতন-নিপীড়ন —
রুখে দাঁড়ায় মধুপুর।

বন্দুকের নল, বারুদের বাক্স,
রাষ্ট্রীয় গুন্ডাদের হুংকার;
অস্তিত্বের প্রশ্নে আপোষ নয়,
সংগ্রাম এগিয়ে চলে।

১৮ মার্চ, ২০০৭
অশুভ ছায়ায় ঢেকে যায়
মধুপুরের আকাশ;
বাতাসে মৃত্যুর হাহাকার।

সত্যের পথরোধ করে
রাষ্ট্রীয় হায়েনারা —
কিন্তু সত্য চিরন্তন;
তাই বিপ্লবের মৃত্যু হয় না।

অধিকারের লড়াইয়ে
পরাজিত হয় —
রাষ্ট্রীয়... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৫০ বার পঠিত     like!

বীর মুক্তিযোদ্ধা আশীষ রেমা

লিখেছেন এম.এম. হাওলাদার, ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৭

জন্ম ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার মান্দাতলী গ্রামে। পিতা লাল মোহন মানখিন এবং মাতা নিরুবালা রেমা। সদ্য কৈশোর পার করা আশীষ রেমা ১৯৭১ সালের জুন মাসে কয়েকজন অকুতোভয় দেশপ্রেমিক যুবকের সঙ্গে মুক্তিযুদ্ধের ট্রেনিং নেয়ার উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয়ে চলে যান

মেঘালয়ের তুরা এলাকায় ৩৪ দিনের ট্রেনিং শেষে আশীষ রেমা দেশে ফিরে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৭৭ বার পঠিত     like!

তুমি বরং নষ্ট হয়েই জন্মাও

লিখেছেন এম.এম. হাওলাদার, ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:০০

বিপুল চাকমা হয়ে জন্মিও না তুমি!
মুমূর্ষু মায়ের চোখের সামনে দিয়ে-
অ্যাম্বুলেন্স থামিয়ে ধরে নিয়ে যাবে তোমাকে;
অসুস্থ মায়ের মৃত্যু কিংবা শেষ বারের জন্য-
মায়ের মরা মুখটিও দেখতে পাবে না তুমি

মিঠুন চাকমা হয়ে জন্মিও না তুমি!
অন্যায়ের প্রতিবাদে কলম ধরার অপরাধে-
রাতের অন্ধকারে ধরে নিয়ে যাবে
নিজ বাড়ি থেকে ঘুমন্ত তোমাকে;
দশটা মামলার আসামী হবে তুমি।

তুমি বরং বদরুল... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৬ বার পঠিত     like!

তবু বেঁচে আছি

লিখেছেন এম.এম. হাওলাদার, ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০০

তবু বেঁচে আছি
— এম.এম. হাওলাদার

তবু বেঁচে আছি—
বাঁচার প্রয়োজনে,
কিংবা অকারণে;

সময় পূরণ করে
সময়ের শূন্যতা,
জীবন এগিয়ে চলে;

একাকী-নিঃসঙ্গ,
তবু বেঁচে আছি—
অচেনা কোলাহলে;

ক্ষুদ্র মস্তিস্কে
চিন্তার উপদ্রব,
মনের আকাশে মেঘ;

তবুও বেঁচে থাকি,
হয়তো অপ্রয়োজনে;
তবু বেঁচে আছি— বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৭ বার পঠিত     like!

আমার তোমাকে

লিখেছেন এম.এম. হাওলাদার, ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৯

আমার তোমাকে
— এম.এম. হাওলাদার

আমার প্রতিটি স্বপ্ন—
তোমাকে লালন করে।

আমার প্রতিটি মুহূর্ত—
তোমাকে স্মরণ করে।

আমার প্রতিটি স্পর্শ—
তোমাকে কামনা করে।

আমার প্রতিটি নিঃশ্বাস—
তোমাকে অনুভব করে। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     like!

নিঃসঙ্গ জীবন

লিখেছেন এম.এম. হাওলাদার, ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০০

নিঃসঙ্গ জীবন
— এম.এম. হাওলাদার

একাকীত্ব ঘুরে বেড়ায় নির্জনতার ভীড়ে,
একা একা বেঁচে থাকে নিঃসঙ্গতার নীড়ে;

কেউ কেউ আজীবন একা আর নির্জন-
এটাই তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৩৬৪ বার পঠিত     like!

নিয়ম রক্ষার লড়াই

লিখেছেন এম.এম. হাওলাদার, ১৫ ই জুলাই, ২০১৬ রাত ৯:০১

নিয়ম রক্ষার লড়াই
— এম.এম. হাওলাদার

এই অবহেলা—
অনিচ্ছা-উদাসীনতা,
আবেগের দ্বন্দ্ব;
অস্তিত্বের পরাজয়।

হৃদয়ের অনেক গভীরে
না বলা কথাগুলো
কষ্ট হয়ে বাসা বাঁধে,
নীরব অভিমানে।

অভিযোগে পরিপূর্ণ হয়
অভিমানের সাদা খাতা;
যন্ত্রণার খরস্রোতা নদীতে
ক্রমশ জোয়ার আসে।

সুখের অপর নাম ছলনা;
সুখ আপেক্ষিক,
অনিশ্চিত ভবিষ্যতের
অবাস্তব মরীচিকা।

দুঃখ বর্তমান,
সুনিশ্চিত চলমান;
দুঃখই জীবন—
জীবনের অপর নাম।

সুখের নেশায় বুঁদ
নাগরিক সভ্যতা;
অলীক কল্পনায় বিভোর
অসহ্য বায়ুমন্ডলে।

ওরা ছোটে মরীচিকার পেছনে;
হৃদয়ের প্রাচীর পেরিয়ে—
চিরকাল অচেনা থেকে যায়
অভিমানের কানাগলি।

কেউ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৯ বার পঠিত     like!

বিবর্ণ পতাকা

লিখেছেন এম.এম. হাওলাদার, ০২ রা জুলাই, ২০১৬ রাত ৯:৩২

বিবর্ণ পতাকা
- এম.এম. হাওলাদার

আকাশে-বাতাসে
অশুভ কানাকানি,
আঁধার ঘনিয়ে
অমঙ্গলের ধ্বনি।

বিবর্ণ পতাকা !
শকুনের উল্লাস !
সোনার বাংলা –
অন্ধকারে গ্রাস।

ঘন কালো মেঘ
আকাশের গায়,
আঁধারের বন্দীরা
মুক্তির অপেক্ষায়।

বিবর্ণ পতাকা !
মুক্তির পথ রুদ্ধ !
কোথায় ঐক্য ?
কোথায় জনযুদ্ধ ? বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮৪ বার পঠিত     like!

জীবন্ত ফসিল

লিখেছেন এম.এম. হাওলাদার, ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৭

জীবন্ত ফসিল
- এম.এম. হাওলাদার

আমি এক জীবন্ত ফসিল ,
আটকে আছি সময়ের বন্ধনীতে ;

আমি মুক্তির অপেক্ষায় -
অর্ধমৃত জগতের বলয় থেকে । বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১২৩ বার পঠিত     like!

কল্পনা চাকমা

লিখেছেন এম.এম. হাওলাদার, ১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

কল্পনা চাকমা
- এম.এম. হাওলাদার

একটি প্রতিবাদী কণ্ঠকে
চিরতরে স্তব্ধ করে দিতে
সকল প্রস্তুতি সম্পন্ন।

কিছু বুঝে ওঠার আগেই
চারদিক থেকে ঘিরে ফেলে
জলপাই-সবুজ হায়েনার দল।

অত্যাচারী-শোষকের বিরুদ্ধে
রুখে দাঁড়ানোর পরিণতি -
যমদূতের রক্তচক্ষু।

তবুও বাঁচার চেষ্টা, আর্তনাদ -
"দাদা... দাদা... মরে বাজা..."
নির্লজ্জ রাষ্ট্র তখনও নিশ্চুপ।

দু'হাত পেছন দিকে বাঁধা,
কাপড়ে বাঁধা চোখ;
রাইফেলের গর্জন।

জীবন বাঁচাতে ভাইয়েরা
আশ্রয় খোঁজে অন্ধকারে;
ঝাঁপ দেয় জলে।

নির্বাক মানচিত্রকে
অভিশাপ দেয় -
লাল-সবুজের পতাকা।

পিঠে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৮৭ বার পঠিত     like!

আমরা মরেছি

লিখেছেন এম.এম. হাওলাদার, ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫২

আমরা মরেছি
– এম.এম. হাওলাদার

আমরা মরেছি পাহাড়ে, আমরা মরেছি সমতলে ;
শাসকগোষ্ঠীর নিপীড়ন আর অন্যায় কৌশলে !

নিজ ভূমিতে যুগ যুগ ধরে আমরা যে পরাধীন ;
বারবার শুধু জীবন দিয়েছি, বাড়ছে রক্ত-ঋণ !

মৃত্যুর ভয়ে পালিয়ে বেড়াই আমরা দিনে ও রাতে ;
হায়েনার দল ঘোরে প্রকাশ্যে মারণ-অস্ত্র হাতে !

জীবন বাঁচাতে বারবার হতে হয়েছে ঘরছাড়া ;
ভিটামাটি ছেড়ে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৯৩ বার পঠিত     like!

রক্তাক্ত ইতিহাস

লিখেছেন এম.এম. হাওলাদার, ০৩ রা মে, ২০১৬ রাত ১০:০৭

রক্তাক্ত ইতিহাস
- এম.এম. হাওলাদার

আজকের এই সবুজ পাহাড়
রক্তাক্ত ইতিহাস বুকে নিয়ে-
দাঁড়িয়ে আছে থানচি কিংবা
আলীকদমের দুর্গম সীমান্তে।

একদা আক্রান্ত পাহাড়,
জন্মভূমির অচেনা আচরণে;
জুমের ফসল, জ্বলন্ত ঘর-বাড়ি-
দখলদার শত্রুর বিচরণে।

পেছনে ভাইয়ের বুলেট-বিদ্ধ লাশ,
সম্ভ্রম বাঁচাতে বোন আশ্রয় খোঁজে;
সন্তানহারা বাবা-মা'র আহাজারি-
মানবতা যেন নিরব দর্শক সাজে।

প্রতিহিংসার অনলে জ্বলন্ত
দীঘিনালা কিংবা পানছড়ি,
বুলেট-বেয়নেটে ক্ষত-বিক্ষত
কাউখালী থেকে বাঘাইছড়ি।

যুগ যুগ ধরে শোষিত-বঞ্চিত,
পার্বত্যবাসীদের রক্তে রঞ্জিত;
রক্তাক্ত ইতিহাসের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪৫ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৮৮০ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ