বিপুল চাকমা হয়ে জন্মিও না তুমি!
মুমূর্ষু মায়ের চোখের সামনে দিয়ে-
অ্যাম্বুলেন্স থামিয়ে ধরে নিয়ে যাবে তোমাকে;
অসুস্থ মায়ের মৃত্যু কিংবা শেষ বারের জন্য-
মায়ের মরা মুখটিও দেখতে পাবে না তুমি
মিঠুন চাকমা হয়ে জন্মিও না তুমি!
অন্যায়ের প্রতিবাদে কলম ধরার অপরাধে-
রাতের অন্ধকারে ধরে নিয়ে যাবে
নিজ বাড়ি থেকে ঘুমন্ত তোমাকে;
দশটা মামলার আসামী হবে তুমি।
তুমি বরং বদরুল হয়ে জন্মাও!
অসংখ্য খাদিজা উত্যাক্ত হবে, প্রকাশ্য দিবালোকে-
তোমার ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হবে।
তুমি বরং সাইফুল হয়ে জন্মাও!
পূজার মতো পাঁচ বছরের নিষ্পাপ শিশুরাও-
রেহাই পাবে না তোমার লালসা থেকে।
হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন-
"সবকিছু একদিন নষ্টদের অধিকারে চলে যাবে।"
সবকিছুর অধিকার যদি পেতে চাও,
তুমি বরং নষ্ট হয়েই জন্মাও।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:০৩