রক্তাক্ত ইতিহাস
- এম.এম. হাওলাদার
আজকের এই সবুজ পাহাড়
রক্তাক্ত ইতিহাস বুকে নিয়ে-
দাঁড়িয়ে আছে থানচি কিংবা
আলীকদমের দুর্গম সীমান্তে।
একদা আক্রান্ত পাহাড়,
জন্মভূমির অচেনা আচরণে;
জুমের ফসল, জ্বলন্ত ঘর-বাড়ি-
দখলদার শত্রুর বিচরণে।
পেছনে ভাইয়ের বুলেট-বিদ্ধ লাশ,
সম্ভ্রম বাঁচাতে বোন আশ্রয় খোঁজে;
সন্তানহারা বাবা-মা'র আহাজারি-
মানবতা যেন নিরব দর্শক সাজে।
প্রতিহিংসার অনলে জ্বলন্ত
দীঘিনালা কিংবা পানছড়ি,
বুলেট-বেয়নেটে ক্ষত-বিক্ষত
কাউখালী থেকে বাঘাইছড়ি।
যুগ যুগ ধরে শোষিত-বঞ্চিত,
পার্বত্যবাসীদের রক্তে রঞ্জিত;
রক্তাক্ত ইতিহাসের নিরব সাক্ষী-
আজকের এই সবুজ পাহাড়।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৬ রাত ১০:০৮