নিউইয়র্কের রোদ্রঝলমলে সকাল।
জাতিসংঘ হেড কোয়ার্টার বিল্ডিঙ্গের গেটে একটি গাড়ী থামলো।
সুট টাই পড়া দুজন দরজা খুলে নামতে দেখা গেল, 'আরে এত আমাদের ফকরুল সাব!' সাথে স্মার্ট তাবিদ আউয়াল।
গুতেরেসের সাক্ষাৎ প্রার্থনা করা ফেব্রুয়ারীর দরখাস্ত জাতিসংঘ সেপ্টেম্বরএ মঞ্জুর!
তাই মির্জা ফাকরুল তড়িঘড়ি জাতিসংঘে অ্যান্তোনিও গুতেরেসের অফিসে ঠিক টাইমমত হাজির।
গিয়া দেখলেন প্রায় জনশুন্য জাতিসংঘ হেড কোয়ার্টার।
কিছুক্ষণ এদিক ওদিক ঘুরাফেরা করে ক্লান্ত অবস্থায় ওয়েটিং এ বসা।
"কিরে তাবিদ, এত খালি খালি লাগে"
কোন অধিবেশন নাই, তাই ফাকা। অপেক্ষা করেন, রিসেপ্সনে কেউ না কেউ আইবো, তাবিদ একটু বিরক্ত।
কিছুক্ষন পর রিসেপসন কাউন্টারে সাদা চুলের এক মহিলা। "গুডমর্নিং .. হাউ ক্যান আই হেল্প উ"
ইউএন সেক্রেটারি জেনারেল মি: গুতেরেসের সাথে ১১ টার সময় এপয়েন্টমেন্ট।
মি: গুতেরেস? হোয়াট ..? আর ইউ পম গানা?
কি বলেন ম্যাডাম, আমারে কি অনন্ত জলিল পাইছেন!
হু ইজ জলিল? ভ্রু একটু কুচকে ম্যাডামের জিজ্ঞেসা
উনি একজন ফিল্মের হিরো, অসম্ভবকে সম্ভব করেন।
ওয়াও সে সুপারম্যান?
হ্যা অনেকটা সেই রকমই। তবে এসব বাদ দেন, আসল কাজের কথা বলেন, হোয়ার ইজ গুতোরেস?
গানা।
ম্যাদাম, আবারো জোকিং!
না, সত্যই উনি এখন ঘানার রাজধানী আক্রায়। দাড়ান টিভির চ্যানেল টা চেইঞ্জ করছি।
CNN Live এ সত্যই ফিউনারেল অনুষ্ঠান। মি: গুতেরেস ফুল দিচ্ছেন, কফি আনানের কফিনে।
কিরে তাবিদ, কি হইলো ,
আমি কি কমু, সাত্তাররে জিগান, সেই তো এপয়েনমেন্ট করেছিল। টাকা তো আর কম দেই নাই।
সাত্তারে কই?
হ্যা তো লন্ডনে থাকে।
এই সময় ফকরুলের ফোন বেজে উঠলো, লন্ডনের ফোন ..
-কি, দেখা হয়েছে?
-না, আঙ্কেল, উনি চেম্বারে নাই।
-চেম্বারে নাই? কোথায় গেছেন?
গানা।
কি বলেন গানা আবার কি?
উনি ঘানার রাজধানি আক্রা তে গেছেন, - আমি খবর নিচ্ছি আপনি উতলা হবেন না।
-ওকে, যেভাবে বলেছি সে ভাবেই উনার সাথে কথা বলবেন, আমরা কোনও অবস্থায় শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবনা!
-তা তো অবশ্যই আঙ্কেল, আমার মনে আছে।
-আর হ্যা কথাবার্তা শেষ হয়ে গেলেই আমাকে ফোন দিবেন, বেশী দেরি দেখলে আমি ফোন দিব! টুট ...
অনেকখন পর জাতিসংঘ হেড কোয়ার্টার
পানির গ্লাস হাতে এখনো সোফায় বসা ফকরুল ও তাবিদ।
তিনি এইবার বুঝলেন তার সিনিয়র ভাইস হুদাই তারে তড়িঘড়ি জাতিসংঘে পাঠায়েছে! সবকিছু সাত্তারের উপর ভরসা, খোজখবর নেয়ার টাইমটা পর্যন্ত দিলনা। বিজনেস ক্লাসের টিকেটই মাইর!
আচ্ছা ম্যাডাম, মি: গুতেরেস তো নেই, সেকেন্ড ম্যান কে আছে, তার সাথেই কথা বলি।
সেকেন্ড ম্যান পদমর্যায়ে ডিপুটি সেক্রেটারি তো অনেক, প্যারিস, জেনেভা ভিয়েনা ইত্যাদি সহ সবমিলিয়ে এক হাজারের উপর হবে, এই আফিসেই ৫৭০ জন আছে।
এদের কারো একজনের সাথে বৈঠকের ব্যাবস্থা হবে?
হবে? দেখি কেউ না কেউ তো আছে।
হ্যা মি: জেনকা ডেস্কে আছেন।, সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকা। কথা বলবেন?
জেনকা? লেডিস নাকি?
আরে না, একটু হেসে, উনি রাশিয়া .. না না উনি ইউক্রেনের ভদ্রলোক।
তবে উনি ১০ মিনিটের বেশী টাইম দিতে পারবেন না।
মাত্র দশ মিনিট?
জি উনি তাই বললেন।
কি কস তাবিদ, কি করতাম?
চাচা, এতদুর থাইকা আইলাম, কিছু একটা তো দেখাইতে হইবো। ম্যাদাম, হ্যা। জেনকার সাথেই ব্যবস্থা করেন।
ওকে , বসেন আমি ব্যাবস্থা করতেছি।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৩৬