প্রশ্ন যে ফাস করেছে সে টাকার বিনিময়ে করেনি। টাকাও চায়নি।
ঘনিষ্ট কাউকে উপকৃত করার জন্যও করেনি।
পরীক্ষার কয়েক ঘন্টা আগে প্রশ্নপত্র কেন্দ্রে আনা হয় তখনই সবার চোখ ফাকি দিয়ে প্যাকেট খুলে ছবি তুলে পরীক্ষার মাত্র ১ ঘন্টা আগে ফেবুতে আপলোড করে।
তার উদ্দেস্য পরিষ্কার। পরীক্ষা বানচাল করা, শিক্ষাব্যবস্থা ধ্বংশ করা।
সবার চোখ ফাকি দিয়ে প্যাকেট খোলা, ছবি তোলা মারাত্নক ঝুকি! মাষ্টারি চাকুরি হারানো, দির্ঘ কারাদন্ড, পরিবার পরিজন পথে বসে যাওয়া, মান-সম্মান ধ্বংশ। .... তবু নিয়েছিল ঝুকি ..
বোকো হারামের মত আত্নঘাতী হওয়ার সমতুল্য ঝুকি নিয়েছিল সে!
রাবির ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে যারা গলা কেটেছে তারাও একই গোত্রের বোকো-হারামজাদা।