শেখের বেটি -
এখনি সুরঞ্জিত কে লাথি মেরে বের করে দে ..
তারপর তদন্ত করে যার যার টাকা ফেরত দেয়া হোক।
সুধু PS বর্খাস্ত কিছুই হবে না।
সুষ্ঠ তদন্ত করে .. প্রয়জনে বিচারবিভাগীয় তদন্ত করে দোষিদের চিহ্নিত করে আইনের সামনে হাজির করতে হবে। মন্ত্রির বিরুদ্ধে কোন আলামত পাওয়া গেলে সুধু পদত্যাগ যতেষ্ঠ না, দৃষ্টান্তমুলোক কঠোর শাস্তি + জেলদন্ড দিতে হবে।
এখুনি নিয়োগ প্রকৃয়া বন্ধ করে যার যার টাকা এখনি ফেরত দেয়ার ব্যবস্থা করতে হবে।
আমলাতান্ত্রীক সরকার ব্যবস্থায় এইধরনের দুর্বৃত্তায়ন, লোপাট অনেক আগে থেকেই চলে আসছে। মুল ভুমিকায় তারাই থাকে। ঘটনাতে মন্ত্রী জরিত থাকুক বা না থাকুক মন্ত্রী কোনভাবেই তার দায়িত্ব এড়াতে পারেনা। সুষ্ঠ তদন্তের স্বার্থে তার দায়িত্ব থেকে অবিলম্বে সরে আসা উচিত। অন্যথায় বর্খাস্ত।
আমাদের দেশে তো এ ধরনের নজির নাই।