সমুদ্র্রের ঢেউ আছড়ে পরে তীরে, শরীরের সমস্ত শক্তি দিয়ে, পাথরের গায়;
পাথর, তবু তুমি নড়লে না;
দুর আকাশের নিঃসঙ্গ চিল, ডেকে যায় আনমনে, বারবার;
পাথর; তবু তুমি শুনলে না, বুজলেনা অব্যাক্ত মনের কথা!
নিকষ কাল রাতের শীরশীরে বাতাস, কানে কানে কত কি বলে যায়!
পাথর! পাথর তুমি কিসের তৈরি?
বিঃদ্রঃ মন খারাপ হলে নাকি মানুষ কাব্যিক প্রতিভা অর্জন করে হাহাহাহা। আশা করি কেউ মন খারাপের কারন জানতে চেয়ে বিব্রত করবেননা। মানুষ আবেগিক জীব, মাঝে মাঝে মন খারাপ করতে হয়।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩২