'আন সাং' হিরো আজম খান। - আমরাও আছি তোমার সাথে।
আমরা জানিনা আজম খান এখন কোথায়, কেমন আছে!!!!
কিংবা চাপ প্রয়োগ করে তাকে দিয়ে বলানো হবে কিনা - ' আমি টাকার ভাগ চেয়েছিলাম, না দেওয়াতে............."
হাজারো দূর্নীতির মাঝে, এই দূর্নীতির সুনামিও থেমে যাবে, কিন্তু কি হবে আজম খানের??
আজ যার কারনে আমরা কালো বিড়াল নিয়ে কথাবলার সুযোগ পাচ্ছি তার জীবন কি হারিয়ে যাবে কালো কুঠুরিতে??
এজন্যই কি আমরা কাউকে অন্যায়ের প্রতিবাদ করতে দেখিনা?
আমরা কি শুধু চায়ের কাপে ঝড় তুলেই তৃপ্তির ঢেকুর তুলব???
প্লিজ ব্লগার ভায়েরা, একটি বার ভাবুন, আমরা কি একটি ভাল কাজকে উৎসাহিত করতে পারি না, পারি না আজম খানকে নিয়ে জনমত তৈরী করতে?
নাকি সেই প্রচলিত পথেই হাটবো, অন্যায় দেখেও চোখ বন্ধ রাখো, মুখ বন্ধ রাখো।
প্লিজ, দু/চার বর্ণ আজম খানকে নিয়ে লিখুন।
আমরা এখনো আজম খানের কোন মন্তব্য কোথাও পাইনি!!! আজম খানকে মিডিয়ার সামনে আনুন!!!