"সোমবার (৯ এপ্রিল) রাত ১১টার। রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুক তালুকদার, রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা আর রেলের নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট এনামুল হক রওনা হন ধানমন্ডির ৩ নম্বর থেকে। উদ্দেশ্য, রেলমন্ত্রীর বাড়ি। সঙ্গে টাকার থলে। হঠাৎ বিজিবির গেটে গাড়ি ঢুকিয়ে দিলেন চালক আজম খান। এরপর হইচই, নিরাপত্তাকর্মীদের তল্লাশি। গাড়ির ভেতরে মেলে টাকা। কেউ বলে ৩০ লাখ, কেউ বলে ৭০ লাখ, কেউ বলে আরও বেশি।" -প্রথম-আলো
আজ আজম খান কোথায় আমরা জানি না, জানি না সে সুস্থ আছে কিনা।
আমরা বাঙ্গালী জাতি সারা জীবন হুজুগের পিছনেই ছুটলাম। এখন ছুটছি একটি কালো বেড়াল ধরার জন্য। কিন্তু এই কালো বেড়ালটার অস্তিত্ব যে সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সেই আজম খানের কোন খবর কেউ কি নিচ্ছি??
ছাত্রজীবন, শিক্ষা জীবনে কেউ কখনো বলে না, আমি দূর্নীতি বাজ হবো। সবাই সৎ থাকতে চায়, আদর্শ জীবন যাপন করতে চায়।
কিন্তু মওকা পেলে ঘাড় মটকাতে কেউ ছাড়ে না, সে রিক্সাওয়ালা হোক, সিএনজিওয়ালা হোক, কিংবা ডাক্তার - মোক্তার!!
কিন্তু সব কিছুই স্রোতের টানে ভেসে যায়না। কেউ কেউ সকল প্রতিকূলতার মাঝেও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়ায়। তেমনি একজন, 'আন সাং' হিরো আজম খান।
চাকরীর মায়া, জীবনের ঝুকি, নিজের পরিবারের বিপদ উপেক্ষা করেছে আজম খান। তোমায় বিপ্লবী সেলাম।
এই বৈরী পরিবেশে, আজম খান, তুমি কোথায় আছ জানিনা। জানিনা তুমি কেমন আছ!
তবে এঠুকু জেনো তুমি আর একা নও।আজ আমিও আছি তোমার সাথে। "আমি"? আমরাও আছি তোমার সাথে।
ব্লগার ভাইয়েরা, আপনারাও কি আছেন??