নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের দাম আকাশ ছোঁয়া। প্রতিদিনই কোনো না কোনো জিনিষের দাম বাড়ছে। বাজারে গিয়ে ক্রেতাদের মাথায় হাত পড়ে। ইচ্ছা করলেও কেউ মেজাজ ঠিক রাখতে পারেন না। মানুষ এখন খাদ্য তালিকা থেকে মাছ মাংস বাদ দেওয়া শুরু করেছে। অনেকে বেশি ভাড়ার বাসা ছেড়ে কম ভাড়ার বাসায় যাচ্ছে। কেনা কাটা প্রায় বন্ধ বললেই চলে। বাচ্চাদের বায়না মেটাতে পারছেন না অনেক বাবা মা। এ যেন কঠিন কস্টে দিন কাটছে তাদের। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সবে এই কস্টের দিন শেষ হবে!
গতকাল বাজারে গিয়ে দেখলাম, একজন বাজার করতে এসে কাঁচা তরিতরকারির দাম শুনে চলে যাচ্ছেন। জানতে চাইলাম, কি ভাই, চলে যাচ্ছেন যে! তিনি জবাবে বললেন, কি করবো, জিনিষপত্রের যে দাম! কেনার সামর্থ নেই। আজ সিদ্ধান্ত নিয়েছি, শুধু আল ভর্তা আর ডাল দিয়ে ভাত খাবো।
একজন তরকারির দোকানকারের কাছে জানতে চাইলাম, তোমার তরকারির দাম কত? সে লজ্জিত ভঙ্গিত বললো, স্যার, দাম চাইতে আমারই লজ্জা লাগতেছে। তরকারির এতো দাম কোনো দিন দেখি নাই।
তাহলে বোঝেন, ব্যাপারটা কোথায় গিয়ে ঠেকেছে!