সূর্যোদয় হচ্ছে অতএব, তুমি নতুন জন্মের দিকে এগোচ্ছো। প্রান্তিক সাবধান, তুমি তোমার দেহকে নয় আত্মাকে প্রাধান্য দিও, সুখকে নয় দুঃখকে প্রাধান্য দিও, কারণ, এরা তোমায় কষ্মিনকালেও ছেড়ে ও ভুলে যাবে না, হতে পারে তোমার দেহ দুঃখের ভাগাড়; আত্মা কখনোই তা নয়। হতে পারে তুমি পাািখর মত উচ্চতায় আরোহণ করছো কিন্তু এটা তোমার স্থায়ী স্তর নয় তোমার কর্ম তোমাকে সেই স্তরে আরোহণ করাতে পারে যেখানে তোমার স্বর্গ; অবশ্যই সেজন্য তোমাকে সৎকর্ম করে তা অর্জন করতে হবে। আর এটাই হল শ্বাশত তুমি বিশ্বাস কর আর না্ কর তাতে কিছু যায় আসে না এই সথ্যের নামই আধ্যাতিকতা। ভাবতে পার তুমি জাগতিকভাবে অনেক সম্পদশালী কিন্তু তোমার দেহ অনেক গরিব এবং যাঁকে তুমি গরিব বলে সাহায্য করছো, দয়া করছো তাঁর চেয়েও গরিব। বরং তুমি তোমার অহং ছাড় এবং নিজেকে মেলাও তোমার আত্মার সাথে এবং মেনে নাও তোমার অদৃষ্ট এবং আত্মার দুঃখাবলী। এবং নীরবতাকে জানতে হলে তুমি ভ্রমণ কর রাত্রিকে এবং আনন্দের সঙ্গে উপভোগ দুঃখবতী প্রিয়তমাকে আর রাত শেষে তাঁকেই প্রাধান্য দাও। কারণ সেই তোমার সবকিছুর নির্ধারক। ভাব মন দিয়ে এবং নিজেকে কখনো দোষারোপ করে ভুল করো না। কারণ, এই জীবনে যা তুমি সন্মুখীন তার জন্য তোমার দেহর আকাংখাই একমাত্র দায়ী আর কেউ নয় আত্মা কেবল তোমার দেহের ভিকটিম। হে আম্তা তুমি আমায় ক্ষমা কর, কারণ, আমি পাপী, আমি অপরাধী। ক্ষমা কর প্রান্তিকরে তার স্মুতিগুলো।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩৪