প্রায়শই একটা দু:স্বপ্ন দেখি
দেখি আমি মানুষ হয়েছি ; এও কি সম্ভব ?
দেখি, অজস্র-অগণন মানুষের ভিড়ে
আমাকে খুঁজে পাচ্ছে না কেউ
বসন্তের পড়ন্ত বিকেলে কিংবা বোশেখের উৎসবে
রাস্তায় বেরোলে পরিচিতরা যেভাবে হাসি মুখে কুশল বিনিময় করে
কিংবা বন্ধুরা আড্ডায় ডাকে
সেভাবে কেউ আর ডাকে না;
পানশালা, কলম, কাগজ , কল্পনা,মাউস- কিবোর্ড কেউ না
কেউ আর আমার জন্য অপেক্ষাও করে না !
যেন আমি লীন হয়ে গেছি কৃষ্ণগহ্বরে -বাতাসে,ধূলোবালি ও মাটিতে
যেন আমার নাম মুছে গেছে স্মৃতি ও মনন থেকে
অনেক রোমন্থন করেও কেউ আর তা মনে করতে পারছে না
এমনকি যে রমণী ভালবাসতো সেও না
যেন আমি বিষণ্ন কেউ , বিচ্ছিন্ন কেউ ।
অতপর, দম আটকে এলে চিৎকার করি
ঘুম ভেঙে দেখি নাহ , সব ঠিকঠাক
সত্যি সত্যিই আমি মানুষ হইনি !
২৩.৪.১৪