https://www.facebook.com/shahbaghchattor
(যারা জামায়াতকে ইসলামী দল ভেবে তাদের অন্ধ অনুসরণ করছে, লেখাটা তাদের জন্য)
জামায়াতে ইসলামীর প্রবর্তক মওদুদী ছিলেন সাধারণ শিক্ষায় শিক্ষিত একজন সাংবাদিক। একজন ইসলামী জ্ঞানহীন ব্যক্তি যখন কোনো ইসলামী দল গঠন করতে যায় তখন সেই দলটার কী পরিনতি হতে পারে তার দৃষ্টান্ত আমাদের সামনে।
জামায়াত কি আসলেই একটি ইসলামী দল?
আসুন ইসলামের দৃষ্টিতে জামায়াতকে যাচাই করা যাক।
জামায়াতের কয়েকটি ভ্রান্ত আকীদা।
১)তাদের মতে নবী রাসুলগন নিস্পাপ নন, বরং তারাও পাপী (নাউজুবিল্লাহ)
২)তারা সাহাবায়ে কেরামদের সত্যের মাপকাঠি মাপকাঠি মনে করেননা।
৩)মওদুদীর মতে কুরআনের তাফসীর করার জন্য কোনো বিশেষ জ্ঞানের প্রয়োজন নেই। যেকেউ নিজের মনমত তাফসীর করতে পারে।
অথচ কুরআনের তাফসীর করার জন্য আটটি বিষয়ে বিশেষ জ্ঞান থাকা আবশ্যক।
৪)তারা একমুষ্ঠি পরিমাণ দাড়ি রাখাকে ওয়াজিব মনে করেনা। যদিও একমুষ্ঠি পরিমাণ দাড়ি রাখার বিধান প্রমানিত।
এখানে একটি কথা, কেউ কোনো গুনাহকে গুনাহ ভেবে থাকলে তার জন্য তওবার সুযোগ থাকে, কিন্তু যে গুনাহকে পূন্য মনে করে তাদের ব্যাপারে কি বলার?
৫)জামায়াত গনতন্ত্র এবং ইসলামী খেলাফতের মিশেলে একটা জগাখিচুড়ি টাইপ শাষনব্যবস্থার প্রচারক, যার কোনো ভিত্তিই ইসলামে নেই।
এছাড়াও জামায়াতীদের মধ্যে আরো বেশ কিছু ভ্রান্ত আকীদা রয়েছে ইসলামের ব্যাপারে। এখানে অতি সংক্ষেপে কয়েকটি পয়েন্ট শুধু উল্লেখ করা হল। প্রতিটি পয়েন্টই বিশদ ব্যাখ্যার দাবি রাখে।তবে এটুকুর মাধ্যমে প্রমাণিত হয় যে, জামায়াত কোনো সচ্ছ ইসলামী দল নয়।