শাহবাগ স্কয়ারের ফেসবুক পেজ এ লাইক করুন
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের গণজাগরণ চত্বরে নতুন প্রজন্মের সঙ্গে সংহতি জানাতে এসেছেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমদের মা আয়েশা ফয়েজ।
শুক্রবার বেলা এগারোটার দিকে দুই সন্তান ড. মুহাম্মদ জাফর ইকবাল ও আহসান হাবীব, দুই পুত্রবধূ ও নাতি-নাতনিদের নিয়ে শাহবাগে আসেন এই রত্মগর্ভা।
আন্দোলনে সংহতি জানিয়ে কড়া রোদ মাথায় সপরিবারে সবার সঙ্গে বসে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি সম্বলিত স্লোগানে কণ্ঠ মেলায় হুমায়ূন পরিবার।
এসময় আয়েশা ফয়েজ সাংবাদিকদের বলেন, “আমি যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি নিয়ে এখানে এসেছি।”
humaon-motherড. জাফর ইকবাল বলেন, “তরুণদের নিয়ে আমাদের ভেতরে এক ধরনের শঙ্কা ছিল। সে শঙ্কা কেটে গেছে। দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে এদেশের তরুণ সমাজ আগেও যেমন হাল ধরেছিলো, স্বাধীনতার ৪০ বছর পরে যুদ্ধাপরাধীদের বিচার, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হয়ে তারা প্রমাণ করেছে, দেশের সত্যিকার ভবিষ্যৎ তাদের হাতে।”
তিনি আরও বলেন, “আমরা নির্দ্বিধায় তরুণ প্রজন্মের কাছে দেশের দায়িত্ব অর্পণ করতে পারি।”
বাংলাদেশের গণজাগরণ নিয়ে বিদেশি সংবাদমাধ্যমের বিভ্রান্তি ও বিকৃত প্রচারণা সম্পর্কে জাফর ইকবাল বলেন, “এ ধরনের প্রচারণায় আমাদের কিছুই যায় আসে না। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পশ্চিমা সংবাদমাধ্যমগুলো বিকৃতভাবে উপস্থাপন করেছিলো। সেময় আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, এবারও নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধে তরুণরা সেভাবেই জয়ী হবে।”