বিমান ভ্রমণ ব্যয়বহুল হলেও আরামদায়ক এবং সময় সাশ্রয়ী হওয়ার কারণে বেশ জনপ্রিয়। তবে দরিদ্র দেশ হওয়ার কারণে অভ্যন্তরীণ বিমান পরিবহন ব্যবস্থার বিশেষ বিকাশ ঘটেনি। ঢাকার সাথে সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, সৈয়দপুর ও কক্সবাজার শহরের সাথে বিমান যোগাযোগ চালু আছে এখন। তবে যাত্রীস্বল্পতার কারণে অনেক বিমানবন্দরই মাঝেমাঝে বন্ধ করে দিতে হয়, যেমন রাজশাহী, সৈয়দপুর, ঈশ্বরদী।
বাংলাদেশের বিমানবন্দরগুলো:
বর্তমানে বাংলাদেশের চালু বিমান বন্দরগুলো হল: ঠাকুরগাঁও, সৈয়দপুর, রাজশাহী, তেজগাঁও, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর, বরিশাল, কক্সবাজার, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর, কুমিল্লা, শামসের নগর বিমানবন্দর ও ওসমানী বিমানবন্দর। এগুলোর মধ্যে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর ও সিলেটের ওসমানী বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ব্যবহৃত হচ্ছে।
অভ্যন্তরীণ পথে চলাচলকারী বিমান সংস্থাগুলো:
পূর্বে অভ্যন্তরীণ রুটে বিমানে চলাচলের জন্য বিমানের ওপরই নির্ভরশীল ছিলেন এদেশের মানুষ। ১৯৯৬ সালে বেসরকারী খাতে প্রথম বিমান সংস্থা হিসেবে এ্যারো বেঙ্গল এয়ারলাইন্সের যাত্রা শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত মোট আটটি বিমান সংস্থা এলেও কেবল দু'টি টিকে আছে; এগুলো হল: ইউনাইটেড এয়ারওয়েজ এবং রিজেন্ট এয়ার।
* বুকিং:
* সবগুলো বিমান সংস্থারই অনলাইন বুকিং সুবিধা আছে। এছাড়া বুকিং অফিসে গিয়েও বুকিং দেয়া যায়।
* ইউনাইটেড এয়ারওয়েজের ক্ষেত্রে ভিসা কার্ড, মাস্টার কার্ড, ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস কার্ড এবং ব্র্যাক ব্যাংকের এটিএম কার্ডের মাধ্যমে টিকেটের মূল্য পরিশোধ করা যায়।
* অনলাইনে রিজেন্টএয়ারওয়েজের টিকেট কাটতে হলে আগে রিজেন্ট এয়ারওয়েজের ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট ওপেন করতে হবে।
* অনালাইনে বিমানের টিকেট কাটতে হলে বিমানের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট খোলা যেতে পারে। তবে একাউন্ট খোলা জরুরি নয়। একাউন্ট না খুলেও ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকেটের মূল্য পরিশোধ করে ই-টিকেট সংগ্রহ করা যায়।
সরকারী ও বেসরকারী বিমান সংস্থাগুলো অভ্যন্তরীণ যেসব রুটে চলাচল করে:
* বিমান বাংলাদেশ এয়ারলাইন্সঃ
ঢাকা থেকে যায়: চট্টগ্রাম ও সিলেট
সিটি সেলস অফিসঃ
বাড়ি# ৯৭, সড়ক# ৪, ব্লক# বি, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা, বাংলাদেশ।
ফোন- + ৮৮-০২-৯৮৮৩৪৮৯
ওয়েবসাইট- http://www.biman-airlines.com
টেলেক্স- ৬৪২৬৪৯ DABG BJ
* ইউনাইটেড এয়ারওয়েজঃ
ঢাকা থেকে যায়ঃ চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী
কর্পোরেট অফিস/উত্তরা অফিস
উত্তরা টাওয়ার (৬ষ্ঠ তলা)
১ জসীম উদ্দিন এভিনিউ, উত্তরা
ঢাকা-১২৩০, বাংলাদেশ।
ফোন: ৮৯৩২৩৩৮, ৮৯৩১৭১২
ফ্যাক্স: ৮৯৫৫৯৫৯
ওয়েবসাইট: http://www.uabdl.com
ইমেইল: [email protected]
* রিজেন্ট এয়ারঃ
ঢাকা থেকে যায়ঃ চট্টগ্রাম, কক্সবাজার, যশোর,সিলেট
রিজেন্ট এভিয়েশন এয়ারওয়েজ
এইচ.জি এভিয়েশন লি:
সিয়াম টাওয়ার, লেভেল – ৭, প্লট – ১৫, ঢাকা ময়মনসিংহ রোড, সেক্টর – ৩, উত্তরা মডেল টাউন, ঢাকা – ১২৩০।
যোগাযোগ: ৮৯৫৩০০৩
ই-মেইল: [email protected]
ওয়েবসাইট: http://www.flyregent.com
খরচঃ
* ঢাকা-চট্টগ্রাম
৩,৫০০ টাকা (সকল প্রকার শুল্কসহ)
ইউনাইটেড এয়ারওয়েজ : ৩,৮২৫ টাকা; রিটার্ন টিকেটসহ ৭,৬৫০ টাকা
রিজেন্ট এয়ার : ৪,০০০ টাকা
* ঢাকা-কক্সবাজার
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স : বর্তমানে বন্ধ আছে
ইউনাইটেড এয়ারওয়েজ : ৪,৮৭৫ টাকা; রিটার্ন টিকেটসহ ৯,৭৫০ টাকা
রিজেন্ট এয়ার : ৫,০০০ টাকা
* ঢাকা-সিলেট
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স : ২,৮০০ টাকা (সকল প্রকার শুল্কসহ)
ইউনাইটেড এয়ারওয়েজ : ৩,০০০ টাকা; রিটার্ন টিকেটসহ ৬,০০০ টাকা
রিজেন্ট এয়ার : ৩,২০০ টাকা
* ঢাকা-যশোর
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স : বর্তমানে বন্ধ আছে
ইউনাইটেড এয়ারওয়েজ : ২,৫০০ টাকা; রিটার্ন টিকেটসহ ৫,০০০ টাকা
রিজেন্ট এয়ার : ২,৫০০ টাকা
* ঢাকা-সৈয়দপুর
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স : বর্তমানে বন্ধ আছে
ইউনাইটেড এয়ারওয়েজ : ৪,৭৫০ টাকা; রিটার্ন টিকেটসহ ৯,৫০০ টাকা
রিজেন্ট এয়ার : --
* ঢাকা-রাজশাহী
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স : বর্তমানে বন্ধ আছে
ইউনাইটেড এয়ারওয়েজ : ৩,৫০০ টাকা; রিটার্ন টিকেটসহ ৭,০০ টাকা
রিজেন্ট এয়ার : --
* সৈয়দপুর-রাজশাহী
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স : বর্তমানে বন্ধ আছে
ইউনাইটেড এয়ারওয়েজ : ১,৮২৫ টাকা; রিটার্ন টিকেটসহ ৩,৬৫০ টাকা
রিজেন্ট এয়ার : --