সারি সারি লাশের স্তুপ দেখা এ চোখ
সৌন্দর্য্য খোঁজে না আজ।
আজ তাই -
শুভ্র কাপড়ে মোড়া শূন্যতার বিস্তৃত আনাগোনা।
পশ্চাৎ পতনে অস্থির চাহনীর দৃষ্টির তীক্ষতায়
অনুপস্থিত কল্পিত সুখের স্বপ্নকথা।
হারানো যন্ত্রনার নোনাজলে সিক্ত আমার চোখ
সৌন্দর্য্য খোঁজে না আজ।
আজ তাই -
অসহায় আত্নসমর্পিত রুদ্ধ দ্বারের নিষ্ঠুর আলিঙ্গন।
বেঁচে থাকার পরিহাসটুকুর ব্যথিত স্রোতের
বয়ে চলা অবারিত অচলাঙ্গন।
দীর্ঘ বিষন্নতায় বয়ে চলা ক্লান্ত এ মন
তোমার তুমি কে খোঁজে না আজ।
আজ তাই -
বাস্তবতার বেড়াজালে বেঁচে থাকাটা ই আর্তি।
ক্রমান্বয়ে ফিকে হয়ে যাওয়া সেই তুমি
সেলুলোয়েড ফিতায় বন্দি কোন প্রানের স্পন্দন।
তীব্র খরায় পুড়ে যাওয়া আমার প্রজাপতি মন
তোমার তুমি কে খোঁজে না আজ।
আজ তাই -
মাঝ দুপুরের তপ্তছায়ায় স্থির তরঙ্গের উচ্ছ্বাসার কার্পণ্যতা।
তুমিহীন অমসৃন কাঠের কঠিন ছকে
বন্দি হয়ে থাকার অনুচ্চারিত দুর্বিষহ অভ্যস্ততা।