সকালে ঘুম থেকে উঠেই দেখলাম - আমি জেনারেল। তবে এই জেনারেল সেই জেনারেল নয়। এটা হলো দীর্ঘ ৩মাস এবং ৬দিন অসীম ধের্য্য নিয়ে সামুর সাথে থাকার একটা পুরস্কারের নাম।
-) এমনিতেই পর্যবেক্ষনে থাকার অর্থ হচ্ছে লোকালয় ছেড়ে দূরের কোন এক দ্বীপে বসবাস করার নির্জনতা। তাছাড়া সামুর ব্লগারদের দারুন দারুন সব লেখা পড়ে ভালোমন্দ (অবশ্যই মন্দ নয়) না জানিয়ে চুপি চুপি বের হয়ে যাওয়াটা এক ধরনের অসামাজিকতা মনে হয়। যাক, জেনারেল হয়ে এখন নিজেকে সামাজিক হিসেবে প্রমাণ করার একটা সুযোগ পেয়ে গেলাম
-) সামুর মডুদের প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। তবে ধন্যবাদের কারনটা আপনারা যা ভাবছেন তা কিন্তু নয়। ব্লগারদের অনলাইন উপস্থিতির একটা লিস্ট ক্রম অনুসারে দেখানো হয় যেখানে প্রত্যেক ব্লগারের ডিসপ্লে পিক থাকে। আজব ব্যাপার হলো এই যে - সেই শুরু থেকে ই আমার ডিসপ্লে পিকটা প্রথম লাইনে খুব বেশী দেখতাম। পর্যবেক্ষনে একা একা থেকে যখন ক্লান্ত হয়ে যেতাম তখন ঐ প্রথম লাইনে নিজের উপস্থিতি দেখে সান্ত্বনা পেতাম।
-) আমার উচিত ছিল প্রথম ধন্যবাদ টা সেই সব ভাইয়া ও আপু ব্লগারদের দেওয়া যাদের আমি সামুতে এসেই আমার প্রথম পোস্ট "তিলক গবেষনা" তে পেয়েছিলাম। আমি জানি যে দ্বিতীয় ধন্যবাদ পেয়ে তারা অখুশি ও হবেন না। তাদের প্রেরণা ,আন্তরিকতা আমি কখনোই ভুলতে পারবো না।
-) এছাড়া আমার বাকী পোস্ট গুলোতে আরো অনেক অনেক ব্লগার এসে নিয়মিত উৎসাহ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। আচ্ছা, সামুর ব্লগাররা এতো ভালো কেন? আমি যে তাদের সকলের কাছে ঋণী হয়ে রইলাম
-) "তোমার বন্ধু যখন বিপদে থাকবে, তখন সে তোমাকে না ডাকলেও তাকে সাহায্য করবে কিন্তু যখন সে খুশিতে থাকবে তখন সে না ডাকলে যেও না"। পর্যবেক্ষনের সময়টুকু কে যদি ব্লগ জীবনের বিপদ হিসেবে হিসেবে উল্লেখ করি তবে হয়তো ভুল হবে না। কিন্তু আমার এই বিপদের দিনগুলোতে আশরাফুল ইসলাম দূর্জয়, ইমরাজ কবির মুন, ইখতামিন , নাছির সহ আরো বেশ কয়েকজনকে সার্বক্ষনিক ভাবে বন্ধু হিসেবে পাশে পেয়েছি। ধন্যবাদ , ধন্যবাদ
-) একটা ছেলের চেয়ে একটা মেয়ের মুখের হাসি, পাশে এসে দাড়ানোর আন্তরিকতা এবং অনুপ্রেরণা আমার কাছে অনেক বেশী স্বর্গীয় মনে হয় আর তখন মন থেকে খুব করে জোর পাই। আর সে জন্যই সায়েদা সোহেলী, শায়মা, শ্রাবনজল, অপর্ণা মন্ময়, স্বর্ণা, একলা ফড়িং, লাবনী আক্তার, অদ্বিতীয়া আমি, টুম্পা মনি, রোকেয়া ইসলাম, মনিরা সুলতানা, জুন, শায়লা সিদ্দিক এবং বৃষ্টিধারা আপুদের ভুলে যাওয়ার কোন সুযোগ নাই। বিভিন্ন সময়ে এই আপুরা আমার পোস্টগুলোতে এসে আমাকে অনুপ্রাণিত করেছেন।
আর তো কোন কথা খুজে পাচ্ছি না। তাই ভার্চুয়ালি কিছু পুতুল দিয়ে যাচ্ছি। পছন্দ হলে তা নিয়ে যেতে কার্পণ্য করবেন না যেন ...