যদি পারো আর একটি বার এসো,
ভালোবাসার সখা-সখী হয়ে -
বিচ্ছেদের মাত্রায় একটু কোমল পরশ বুলিয়ে নিবো।
তারপর না হয় ফিরে যেও আমা থেকে দূরে,
তোমার স্পষ্ট আবর্তনে আর আমার অস্পষ্টতায়।
তুমি ফিরে এলে -
লজ্জাবতীর সবগুলো পাতা ছুঁয়ে দিয়ে
জানিয়ে দিব ভালোবাসার সবটুকু আগমনী বার্তার শিহরন,
কিশোরীর মতো দুষ্টমাখা একগাল হাসিতে
কাঁপিয়ে দিবো নির্বাক নগরীর সবকয়টা দ্বার,
তোমার অন্তর্বেদী দৃষ্টিকে হারিয়ে দিয়ে
ছড়িয়ে দিবো আমার আঙ্গিনার সবটুকু মুগ্ধতা,
চাপল্যটুকু ভাসিয়ে দিবো
অক্সিজেন, কার্বন-ডাই-অক্সাইডের উপস্থিতির সমীকরণে,
অতঃপর ক্ষনিকের তরে অভিমানী হয়ে
আদায় করে নিবো তোমার সবটুকু ভালোলাগা।
ফিরে যাওয়ার সময়টুকুতে ফের -
কান্নাটুকু লুকিয়ে রেখে হাসবো আমি, জানিয়ে দিবো বিদায়।
তারপর -
কোন এক বৃষ্টিভেজা সন্ধ্যায়
আবার আমি দুঃখবিলাসী হবো,
স্মৃতীর ফ্রেমে বাঁধা ফিরে পাওয়া সবটুকু ভালোবাসাকে ছুঁয়ে
অঝর ধারায় কাঁদবো শুধু।
সন্ধ্যার পথ মাড়িয়ে অন্ধকার নামবে দূরের কোন গ্রামে,
ঝি ঝি পোকাদের কন্ঠে ক্লান্তি এসে -
থামিয়ে দিবে প্রকৃতির সবটুকু উচ্ছলতা, আমার ই মতো।।