রেললাইনের এ পাড়ে দাড়িয়ে আমি
আর ওপাড়ে তুমি –
মুখোমুখি অথচ জীবন্ত দেয়ালের বিচ্ছিন্নতায় দু'জন
মহাকালের প্রতীক্ষায়, অসহনীয় দৃঢ়তায়,
অস্বীকার করে জমিয়ে রাখা না পাওয়ার ব্যাকুলতায়।
পাশাপাশি অথচ দৃষ্টিসীমার বাস্তবিকতায় দু'জন
অভিন্ন প্রকৃতির গড়া ভিন্ন দুইভূবনে,
সময়ের স্রোতে বয়ে চলা লক্ষ্যহীন মাঝপথে।
দেয়াল ভেদ করে তোমায় দেখা হয় না আর,
ভূবন ভেঙ্গে তোমায় ছুঁয়ে দেওয়া হয় না আমার,
তারপর কখন যেন -
চোখের তাঁরায় নেমে আসে সন্ধ্যার আঁধার,
আশাহত চোখ খুঁজে ফিরে আপন বৃত্তের শৃংঙ্খল,
ওই অসীম শূন্যতায় আকাশকে সাক্ষী রেখে।
জানি, তুমি ও চেয়ে আছো
আশাহত চোখে অসীম শূন্যতায় -
ঠিক আমার ই মতো ওই আকাশকে সাক্ষী রেখে।
আমাদের ভালোবাসার স্বপ্নেরা দাড়িয়ে থাকে এভাবে
রেললাইনের দু'পাড়ের দূরত্বের কঠিন শাসনে,
বিচ্ছিন্ন ভূবনের অলিখিত বেড়াজালে,
খুজে ফিরে পেতে কোন অপার্থিব সম্ভাবনা,
এক ই মর্মান্তিক সমাপ্তির দ্বার খুলে
এক ই সমতলের মাটিকে আকড়ে ধরে।।