আঙ্গিনায় বেড়ে উঠা সন্ধ্যামালতির গাছগুলো
অবহেলায় উপড়ে না ই বা দিলে ফেলে,
একটু ছায়া, একটু পানি না ই বা দিলে তাতে
কখনো সখনো পাশে একটু এসে বসো,
আমি সে আশায় বেঁচে রইবো সেথায়
তোমার উপস্থিতির আবেশটুকু ছুঁয়ে যেতে।
আজ তাই বলে যাচ্ছি - ওগো,
ভুলে যদি যাও সে ভয়ে -
ওই সন্ধ্যামালতির গাছে আসবো আমি আবার
তোমার আপন আঙ্গিনায়, আমার আপন মনে।।
কোন তপ্ত দুপুরে হয়তো পড়বে চোখে তোমার
সন্ধ্যামালতির গোলাপি পরশের সলজ্জ্ব হাসি,
অকারনে জেগে উঠা ভালোবাসার নাম
চেয়ে রবে অপলক দৃষ্টিতে তুমি,
স্মৃতি হাতড়ে খুজতে থাকবে কিছু
রঙ্গিন আলোর কাব্য-কথা।
আজ তাই বলে যাচ্ছি - ওগো,
ভুলে যদি যাও সে ভয়ে -
ওই গোলাপী পরশে আসবো আমি আবার
তোমার আপন দৃষ্টিসীমায়, আমার আপন মনে।।