খুব করে চেয়েছিল বালিকা,
কেউ একজন তার হাতটি ধরে
পার করে দিক নগরীর ব্যস্ত সড়ক।
যাই হোক, লোকেরা হয়তো বলতো তখন
"মেয়েটি বড্ড ভীতুরে বাবা,
রাস্তা পারাপারের অভ্যস্ততা এখনও হয়নি তবে"।
তাতে কি, বালিকা তো চেয়েছিল অতোটুকু ই
কেউ একজন ছুঁয়ে যাক হাতটি তার।।
খুব করে চেয়েছিল বালিকা,
কেউ একজন যত্ন নিয়ে সাহায্য করুক
অাকস্মিক হোচট খেয়ে পড়ে যাওয়ার ক্ষনে।
যাই হোক, লোকেরা হয়তো বলতো তখন
"হাই-হিল পরে হাটতে যদি নাই বা পারো -
কেনই বা ওই জুতো পারে হাটার চেষ্টা করা"।
তাতে কি, বালিকা তো চেয়েছিল অতোটুকু ই
কেউ একজন যত্নের সাথে সাহায্য করুক তাকে।।
খুব করে চেয়েছিল বালিকা,
কেউ একজন তার কপালের চুলগুলোকে
শাসনের ছলে গুছিয়ে দিক কখনওবা,
যাই হোক, লোকেরা হয়তো বলতো তখন
"ছেটে কেন দিচ্ছ না তবে ও চুল -
নাই বা যদি পারো রাখতে বেধে"।
তাতে কি, বালিকা তো চেয়েছিল অতোটুকু ই
কেউ একজন গুছিয়ে দিক চুলগুলো তার।।