এক বছর তিন মাসেরও বেশি সময় পর ব্লগে আবার কিছু লিখছি। অনেকদিন পর আবার ব্লগিং করতে ভালো লাগছে কিনা এ প্রশ্ন কেউ করলে থমকে যেতে হবে নিঃসন্দেহে। এখনো ব্লগের ফ্লো ধরে উঠতে পারিনি বিস্তারিত মতামত দেবার জন্য। বরং নিজেকে সেই নতুনের মত লাগছে যখন প্রথম এই ব্লগে এসেছিলাম। অথচ পাঁচ বছর তিন মাস পার হয়ে গেছে আমার এই ব্লগ নিকের।
হুট করেই অযাচিতভাবে এই বিষয়ের সাথে কিছুটা হলেও জড়িয়ে যাবার কারণে ব্লগে এবার আবার আসার কারণগুলোর মাঝে একটা বিশেষ কারণ।
দ্বিতীয়ত, হাতে এখন অনেক সময়। কিন্তু অবাক ব্যাপার যখন কাজ নিয়ে খুব প্রেসারে থাকতাম তখন যেমন ছটফটানি লাগতো ব্লগিং করার জন্য, লেখার জন্য, কাজের চাপেও মাথায় গল্পের লাইন, প্লট ঘুরতো এখন সেটা আর কাজ করে না। তবুও ভাবলাম সময়টা ভালো কিছুতে কাটানো যায় কিনা অন্তত ট্রাই করে দেখি।
তাই নিজের সাথে সাথে কয়েকজনকেও রিকোয়েস্ট করলাম তারাও যাতে আসে আবার ব্লগে। তাই ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম। কিছু কারণ বের হয়ে এলো তাতে।
১। এক্ষেত্রে যেটা বুঝলাম আইডি আর পাসওয়ার্ড জনিত একটা প্রবলেমে অনেকেই ফেস করেছেন বলে, ব্লগে আসেন না।
২। আজেবাজে কিছু পোস্ট থাকে যা অনেক লেখকদের মানের সাথে যায় না
৩। সিন্ডিকেটবাজি আর মাল্টি নিকের দৌড়াত্ম্য অনেক পুরনো ব্যাপার হলেও কেউ কেউ এসব কাঁদা ছোড়াছুঁড়িকে ভয় পেয়ে সম্মান বাঁচাতে আসেন না ব্লগে।
৪। কেউ কেউ ব্যস্ত
৫। কারো আগ্রহ চলে গেছে ব্লগিং এ কিন্তু মিস করেন। তাও আসেন না।
৬। মডারেটোরদের স্বজনপ্রীতিতে কেউ কেউ আহত নিহত হয়ে নিজের আইডির রিসেট জনিত সমাধানে যেতে চাচ্ছেন না
ইত্যাদি অনেক কারণ।
সে যাই হোক আমি এসেছি এটাই আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট ব্যাপার। ব্লগের লেখার মান এবং এখন যারা ব্লগে সরব হয়ে ব্লগিং করছেন তাদের খুঁজে খুঁজে নিচ্ছি।
১। এর মাঝে ভুয়া মফিজ এর ভ্রমণ ব্লগগুলো ভালো লেগেছে।
২। ফয়সাল রকির গল্প ব্লগ এর গল্পের মান ভালো লেগেছে
কবিতা কম পড়ি। চোখে পড়ার মত কবিতা এখনো খুঁজে পাইনি। ল্যাদল্যাদা প্রেমের কবিতা যা আমি তুমিময় সেসব কবিতা পড়তে ভালো লাগে না। আমি যখন নয়া নয়া কবিতা লিখতাম আমিও ল্যাদল্যাদা কবিতা কিছু প্রসব করছিলাম এখন ভাবলেই অস্বস্তি লাগে। আর কবিতা লেখা ভীষণ শ্রমসাধ্য ব্যাপার আমার মতে। তাই আর কিছু বলে কাউকে আহত করতে চাই না। কবিতা পড়লে ভেতর থেকে যে অনুভবটা আসবে তা হতে হবে ব্যাখ্যাহীন, মুখ থেকে বের হয়ে আসবে " বাহ" এমন এক বিশেষণ।
ব্লগে আরো কিছু লেখা ভালো লেগেছে পড়ে, তবে তারা আমার পরিচিত ব্লগার। অনেকদিন ব্লগিং না করে করে কী করে ব্লগ লিংক দিতে হয় আমি ভুলে গেছি, যেটুক মনে আছে তা হচ্ছে গড়পড়তা ভাবে লিংক দেয়ার সিস্টেম।
এই কয়দিনে যা কিছু আমার অব্জার্ভেশন ব্লগ নিয়ে তা হচ্ছে -
১। নির্বাচিত পোস্ট দীর্ঘসময় থাকছে। যা ভালো লক্ষণ। ঘন ঘন পোস্ট নির্বাচিত হলে তা অনেক ভেতরের পাতায় চলে যায়। খুঁজে পেতে সমস্যা হয়।
২। মাল্টি নিকের আনাগোনা কিছুটা কমেছে মনে হয়। তবে চোর বেশি চালাকি করলে তার দুই একটা রেশ রেখে যায়। এমন একটা নিক খুঁজে পেলাম বা বলা যায় চোখে পড়লো। তারে ওয়াচ লিস্টে রাখলাম।
৩। কিছু ফালতু নিকের মানে ফালতু ব্লগারের ব্লগ বাড়ি স্থগিত করা হয়েছে দেখে ভালো লাগলো।
৪। পিনড পোস্টের সাবজেক্ট ভালো লেগেছে যাতে অনেকেই আশা করি নিজেদের মতামত দিয়ে ব্লগের বৈচিত্র্য আনতে সাহায্য করবে।
এবার আমার কিছু প্রশ্ন -
১। ব্লগকে আপনারা কেমন দেখতে চান ? কোন কোন ব্যাপার নিয়ে কাজ করলে ব্লগের পরিবেশ ভালো হবে বলে মনে করেন?
২। ভালো লেখার মানদণ্ড কী কী ?
৩। ব্লগের বোরিং ভাব মাঝে মাঝে কাটাতে মাল্টি নিকের আস্ফলনের প্রয়োজন অনুভব করেন কিনা ?
অনেক বড় পোস্ট লিখে ফেলছি আর সেই সাথে গম্ভীর কথা আমি অনেক চাই ফানি কিছু লিখতে কিন্তু ক্যান জানি ফানি ব্যাপার গুলি আনতে পারি না। টিপস দিতে পারেন এজন্য।
সবশেষে আরেকটা প্রশ্ন। ঠিক প্রশ্ন না বলতে পারেন বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ -
বীরের মত যারা মৃত্যুবরণ করেন তাদের এক কথায় কী বলা হয় ?
যে সঠিক উত্তর দিবে তার ব্লগে তিনটা কমেন্ট করবো। এখন বলতে পারেন আমি একটা বা তিনটা কমেন্ট করলেই কী? কোন হেডম আমি!
উত্তর - কিছুই না। যারা বেশি কমেন্ট পাইতে চান তাদের কমেন্ট সংখ্যা বাড়বে। আর যারা অহেতুক কমেন্ট করে ল্যাদায় তাদের খুশির মাত্রা বাড়বে আর কী!
সবাই ভালো থাকেন।
চলবে