শিল্পের প্রথম কিংবা শেষ শর্তই সম্ভবত অস্পষ্টতা।
অথচ ইজেলে যখন একটা ছবি চড়ানো হয়েছিলো
কিছুদিন ধরে তা বেশ স্পষ্ট, জীবন্ত মনে হচ্ছিলো।
রোজকার ভোরের মতই সত্যি, হালকা হলদে রঙে আঁকা ক্যানভাসে
পাখির উড়ে যাওয়া ক্যামেলিয়া বাতাস!
বিষণ্ণতা ঠিক যেন একটা দ্বীপ।
অগাধ সুনীলে জেগে থাকা মেঘকালো টিপ
কিংবা রসকলি। দিগন্তের ফলসা রঙ।
এইরকম দিনগুলোতে কেবলই আত্মহত্যা করতে ইচ্ছে করে। রোম্যান্টিক ইচ্ছেজনিত কারণে নয়। বলতে পার সেই বিশ্ব – বিষাদ কিংবা বলতে পার Weltsmerz হতে পারে। আবার একে বেদনা-বিলাসও বলা যাবে না।
গোধূলির নির্বাসনে পুড়ে যাচ্ছে ইন্দ্রিয়।
ক্ষমা কর দুঃস্বপ্ন,
ক্ষমা কর বিষাদ।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫১